কলকাতায় তেড়ে বাড়ছে গরম। গরম থেকে কি বাঁচাতে পারে গরমজামা? গরমজামা না পারুক, স্কার্ফ অন্তত পারে। শহরবাসীও বিশ্বাস রাখছেন এই তত্ত্বে।
উত্তরীয়ের চল বহুকাল ধরে চলে আসছে ভারতে। এই সময়ে বহুল প্রচলিত স্কার্ফ কি তারই বিবর্তিত রূপ? দূষণের জন্যেও অনেকেই স্কার্ফ ব্যবহার করে থাকেন। যে পরিমাণে গরম এই মার্চের শুরুতেই পড়ে গিয়েছে, তা দেখে বোঝাই যাচ্ছে স্কার্ফের চাহিদা কতটা বাড়তে চলেছে। গরমে স্কার্ফ ব্যবহার করে অনেকেই সানবার্ন থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করে থাকেন। করোনা আবহে মাস্কের সঙ্গে স্কার্ফের গ্রাহ্যতাও বেড়েছে।
ঠিক কোন ধরনের স্কার্ফ ব্যবহার করলে আরামও পাবেন ও তা রৌদ্র থেকে রক্ষাও করবে, তার হদিশ রইল এখানে।