১. তাপমাত্রা নিয়ন্ত্রণ– লিনেনের পোশাক তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এই কাপড়ের পোশাক আপনার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।
২. আর্দ্রতা– লিনেনের পোশাক শরীরকে আর্দ্রতাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এই ধরনের পোশাকে শরীর থেকে ঘাম সহজেই বেরিয়ে যেতে পারে।
৩. তাপ পরিবাহী– ঠান্ডা রাখার সঙ্গে সঙ্গে লিনেন ভাল তাপ পরিবহণও করতে পারে। এর ফলে শরীরে গরম জমতে পারে না। কাপড়ের মাধ্যমে বেড়িয়ে যায় তাপ।
৪. তাপ প্রতিফলন ক্ষমতা– লিনেন তাপ প্রতিফলনও করতে সক্ষম। এর ফলে অনেকটা তাপ ঢুকতেই পারেনা শরীরের ভেতরে।
লিনেন অন্যান্য কাপড়ের পোশাক যেমন অন্যান্য সুতির কাপড়, সিল্ক ইত্যাদির থেকে কমপক্ষে ৩ থেকে ৪ ডিগ্রি কম তাপমাত্রা রাখতে সাহায্য করে। এছাড়াও লিনেন পোশাক শ্বাসপ্রশ্বাসের জন্যেও ভাল।