করোনা আবহে পার্লারে যাওয়া অনেকেই এড়িয়ে চলছেন। কিন্তু নখের যত্ন কী ভাবে নেবেন? কিন্তু এখন বাড়িতে বসে হাতের নখের যত্ন অতি সহজেই নেওয়া যায়। দরকার কয়েকটা সাধারণ জিনিস। কলকাতার বাজারে বা অনলাইনে সহজেই পাবেন সে সব।
উপকরণ:
সহজ উপায়ে ম্যানিকিওর হয়ে যাবে শুধুমাত্র বাড়িতে বসে।
করোনা আবহে পার্লারে যাওয়া অনেকেই এড়িয়ে চলছেন। কিন্তু নখের যত্ন কী ভাবে নেবেন? কিন্তু এখন বাড়িতে বসে হাতের নখের যত্ন অতি সহজেই নেওয়া যায়। দরকার কয়েকটা সাধারণ জিনিস। কলকাতার বাজারে বা অনলাইনে সহজেই পাবেন সে সব।
উপকরণ:
১. নেল পলিশ রিমুভার
২. তুলোর প্যাড
৩. কিউটিকল পুশার ও নিপার
৪. কিউটিকল ক্রিম
৫. হাতের ময়েশ্চারাইজার ক্রিম
৬. আপনার প্রিয় রঙের নেল পলিশ
৭. নেল পলিশ কোট
৮. নেল ক্লিপার
পদ্ধতি:
১. ভাল করে প্রথমে নেল পলিশ দিয়ে নখের উপরে থাকা যে কোনও দাগ উঠিয়ে নিন।
২. একটি ক্লিপার দিয়ে ভাল করে নখের কোণাগুলো সাধারণ ভাবে শেপ দিয়ে নিন।
৩. একটি ছোট পাত্রে জলের মধ্যে বাচ্চাদের শ্যাম্পু মিশিয়ে হাতটি কব্জি পর্যন্ত ডুবিয়ে রাখুন ৩ মিনিট।
৪. কিউটিকল গুলির যত্ন নিতে কিউটিকল ক্রিম লাগান এবং যত্ন-সহ মাখিয়ে নিন।
৫. এ বার হাতে ময়েশ্চারাইজার লাগিয়ে ভাল করে মেখে নিন।
৬. আপনার প্রিয় নেল পলিশ নখের ওপর লাগিয়ে নিন। নখ শুকিয়ে গেলে তার উপর দিয়ে নেল পলিশ কোট লাগিয়ে নিন।
আপনার ম্যানিকিওর এখানেই শেষ। পার্লারের থেকে আলাদা কোনও ভাবেই করতে পারবেন না। সহজ উপায়ে ম্যানিকিওর হয়ে যাবে শুধুমাত্র বাড়িতে বসে।