Advertisement
Back to
Presents
Associate Partners
Lok Sabha Election 2024

সন্দেশখালিতে মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তৃণমূল নেতাদের বিরুদ্ধে এফআইআর পুলিশের

মহিলার অভিযোগ, বুধবার রাতে কয়েক জন দুষ্কৃতী তাঁকে ধর্ষণ করার জন্য জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তিতে পুকুরে পড়ে যান মহিলা। তার পর স্থানীয়েরা আসতেই চম্পট দেয় দুষ্কৃতীরা।

— Representative Image

— প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
সন্দেশখালি শেষ আপডেট: ১৬ মে ২০২৪ ১৪:১৩
Share: Save:

রাতের অন্ধকারে সন্দেশখালির বাসিন্দা এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার ঘটনায় এফআইআর রুজু করে তদন্তে নামল পুলিশ। মহিলা অভিযোগপত্রে নাম নিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতা দিলীপ মল্লিক-সহ মোট পাঁচ জনের। গত রাতেই থানায় অভিযোগ দায়ের হয়। বৃহস্পতিবার সকালে সেই অভিযোগকে এফআইআর হিসাবে গণ্য করার খবর পাওয়া যায়। জানা গিয়েছে, এফআইআরে নাম রয়েছে তৃণমূল নেতা দিলীপ, তাঁর ছায়াসঙ্গী সৈকত দাসদের।

সন্দেশখালির মাঝেরপাড়া এলাকায় এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে তিন অজ্ঞাতপরিচয় যুবক। মহিলার স্বামী সিভিক ভলান্টিয়ারের কাজ করেন। স্থানীয় সূত্রে খবর, মহিলা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকেন। ধস্তাধস্তিতে তিনি পাশের পুকুরে পড়ে যান। মহিলার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। মহিলার দাবি, তখন পালায় দুষ্কৃতীরা। স্থানীয়েরা মহিলাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। রাতেই সন্দেশখালি থানায় অভিযোগ জানান মহিলা। সকালে সেই অভিযোগকে এফআইআর হিসাবে নথিভুক্ত করে তদন্ত শুরু হয়। বৃহস্পতিবার সকালে ওই মহিলাকে সন্দেশখালি থানায় নিয়ে আসে পুলিশ। তাঁর বয়ান রেকর্ড করা হয়। এর পর তাঁকে বসিরহাটে নিয়ে যাওয়া হয়। সেখানে মহিলার ডাক্তারি পরীক্ষা হওয়ার কথা। বসিরহাট মহকুমা আদালতে তাঁর গোপন জবানবন্দিও নেওয়া হবে বলে জানা গিয়েছে।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

এ ব্যাপারে বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালির বাসিন্দা রেখা পাত্র বলেন, ‘‘শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে ঠিকই, কিন্তু শাহজাহান বলেছিল, সন্দেশখালিতে প্রচুর শেখ শাহজাহান তৈরি আছে। এবং সেটাই ঠিক। এই দুষ্কৃতীরা আজ আমাদের মা-বোনেদের উপর অত্যাচার করছে। ওই মহিলার কপাল ভাল যে, চিৎকার-চেঁচামেচিতে গ্রামের লোক ছুটে আসে এবং দুষ্কৃতীরা পালায়। আসলে তৃণমূল ভয় পেয়েছে। তাই এই সব করছে।’’

অন্য দিকে, সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ‘‘দলে দলে বিজেপি কর্মী-সমর্থকেরা তৃণমূলে যোগ দিচ্ছেন। তাই বিজেপি দিশাহারা হয়ে গিয়েছে। ফলে মহিলাদের দিয়ে এ সব অভিযোগ করাচ্ছে। আসলে দিলীপ মল্লিক খুব ভাল সংগঠক। ভাল কাজ করছেন। যেটা বিজেপির পক্ষে খুবই ক্ষতিকর। সেই কারণেই দিলীপ মল্লিকের বিরুদ্ধে এত অভিযোগ।’’

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE