—প্রতীকী চিত্র।
গত মাসে হাওড়ার বালিটিকুরিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ের জন্য নির্বিচারে গাছের ডাল কাটার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় সরব হয়েছিলেন বিরোধীরা। তারই প্রতিবাদে সোমবার ভোটের প্রচারে বৃক্ষরোপণ করলেন হাওড়া সদরের সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। তৃণমূল যদিও এটিকে ‘রাজনৈতিক নাটক’ বলে কটাক্ষ করেছে।
এ দিন দাশনগর বালিটিকুরি এলাকায় প্রচারে এসে সব্যসাচী একটি চারা রোপণ করে জানান, ওই এলাকায় যে ক’টি গাছ কাটা হয়েছে, তার ক্ষতি পূরণ করতে ততগুলি গাছ লাগানো হবে। তিনি বলেন,
‘‘হাওড়া দেশের সবচেয়ে নোংরা শহর— এই কালিমা মুছতে আমার প্রথম লক্ষ্য পরিবেশ রক্ষা। বালিটিকুরি এলাকায় যে ভাবে গাছের ক্ষতি করা হয়েছে, সেখানে গাছের চারা বসিয়ে
এ ভাবেই প্রতীকী প্রতিবাদ জানালাম।’’ বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীও বলেন, ‘‘পরিবেশ ধ্বংস করে ওই দিন গাছ কাটা হয়েছিল। পরিবেশ ধ্বংস করতে তৃণমূলই এগিয়ে। কারণ, ওরাই হাওড়ায় পুকুর ভরাট করেছে, বালি খাদান করেছে, মাটি চুরি করেছে।’’
তবে সিপিএমের প্রচারে বৃক্ষরোপণকে রাজনৈতিক নাটক বলে মনে করছেন তৃণমূলের নির্বাচনী প্রচার কমিটির সদস্য, হাওড়া পুরসভার চেয়ারপার্সন সুজয় চক্রবর্তী। তিনি বলেন, ‘‘রোড শোয়ের জন্য শুধুমাত্র ডাল ছাঁটা হয়েছিল। হাওড়া শহরে ঘুরলে সিপিএম প্রার্থী দেখতে পাবেন, শহরের ফোরশোর রোড, ড্রেনেজ ক্যানাল রোড, শরৎ সদন, ডিউক রোডে গাছ বসানো হয়েছে। ভোটের মুখে একটা চারা না বসিয়ে উনি বরং বছরভর গাছ লাগান।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy