প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।
লোকসভা নির্বাচনের আগে তেলঙ্গানার মাটিতে দাঁড়িয়ে সরকারি প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি জনসভায় বিআরএস এবং কংগ্রেসকে একইসঙ্গে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘একই মুদ্রার দু’পিঠ’ হিসাবে তাদের উল্লেখ করে মোদীর বক্রোক্তি, “কংগ্রেসের নতুন এটিএম হল তেলঙ্গানা!” গতকাল তেলঙ্গানাতেই ভারতবাসীকে তাঁর ‘পরিবার’ হিসাবে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী। আজ বিরোধীদের নিশানা করে তিনি আবার বলেন, “ওঁদের জন্য পরিবার প্রথম, আমাদের জন্য রাষ্ট্র প্রথম।”
আজ তেলঙ্গানার সাঙ্গারেড্ডিতে প্রধানমন্ত্রী ৬,৮০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। হায়দরাবাদের সিভিল এভিয়েশন রিসার্চ অর্গানাইজ়েশন (সিএআরও)–রও উদ্বোধন করেছেন তিনি। বলেছেন, “এখন দেশের ১৪০ কোটি মানুষ বিকশিত ভারত গড়তে প্রতিশ্রুতিবদ্ধ এবং সে জন্য আধুনিক পরিকাঠামো গুরুত্বপূর্ণ। এ বারের বাজেটে আমরা পরিকাঠামোর জন্য ১১ লক্ষ কোটি টাকা দিয়েছি। আমাদের প্রয়াস, তেলঙ্গানা যাতে সর্বোচ্চ সুবিধা পায়।” মোদীর দাবি, দুর্নীতির বিরুদ্ধে তাঁর সরকার খড়্গহস্ত থেকেছে গত দশ বছর। অথচ বিরোধীরা দুর্নীতিতেই শান দিয়েছেন। পরিবারবাদী দলগুলি কালো টাকার পাহাড় তৈরি করেছে ভিন্ দেশে, ব্যক্তিগত লাভের জন্য জাতীয় সম্পদ নয়ছয় করেছে।
সাঙ্গারেড্ডি থেকে মোদী ফের ডাক দিয়েছেন ‘চারশো পার’ স্লোগানের। বলেছেন, বিজেপি এই রাজ্যের দুর্নীতিগ্রস্ত বিআরএস এবং কংগ্রেসের বিভিন্ন কুকর্মের যোগ্য জবাব। রাজনৈতিক শিবিরের মতে, সদ্য কংগ্রেসের হাতে যাওয়া তেলঙ্গানায় ব্যক্তিগত মুনাফার পরিবর্তে জাতীয় উন্নয়নের একটি ভাষ্য তৈরি করলেন মোদী, যা আগামী কয়েক সপ্তাহ বিজেপি-র লোকসভা প্রচারের মুখ্য স্লোগান হয়ে উঠতে চলেছে। স্বচ্ছতার বার্তা দিয়ে মোদী এ-ও বলেন, সমস্ত উপহার তিনি কেন্দ্রীয় তোষাখানায় জমা করেন। যা পরে নিলাম হয়, এবং প্রাপ্ত অর্থ গঙ্গার পরিষেবায় খরচ করা হয়। তাঁর বক্তব্য, “গত দশ বছরে কেন্দ্রীয় সরকার তেলঙ্গানাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। গতকাল আদিলাবাদ থেকে আমি ৫৬ হাজার কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। আজ আমি ৭ হাজার কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে সাঙ্গারেড্ডিতে এসেছি।”
অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য, “আজ তেলঙ্গনা বিশাল উপহার পেয়েছে। হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দরে সিভিল এভিয়েশন রিসার্চ অর্গানাইজ়েশন প্রতিষ্ঠিত হয়েছে। এই কেন্দ্র থেকে, হায়দরাবাদ এবং তেলঙ্গানা নতুন পরিচয় পাবে।” দক্ষিণের রাজনীতিকে গুরুত্ব দিয়ে মোদী বলেন, “তেলঙ্গানাকে ‘দক্ষিণ ভারতের প্রবেশদ্বার’ বলা যেতে পারে। এখানে রেলওয়ের বিদ্যুদয়নের কাজ চলছে। ৬টি নতুন স্টেশনও করা হয়েছে। এই সমস্ত উন্নয়ন তেলঙ্গানা এবং আশেপাশের অঞ্চলগুলির অর্থনীতিতে প্রভাব ফেলবে৷”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy