গ্রাফিক: শৌভিক দেবনাথ।
কমিশন সূত্রে খবর, বিকেল ৫টা পর্যন্ত দেশের সাত রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটদানের গড় হার ৫৮.৩৪ শতাংশ। সপ্তম দফার ভোটদানের হারে এগিয়ে বাংলা। তার পর হিমাচল প্রদেশ (৬৬.৫৬ শতাংশ)। আর সবচেয়ে কম ভোট পড়ল বিহারে (৪৮.৮৬ শতাংশ)
কমিশন সূত্রের খবর, সপ্তম দফায় বিকেল ৫টা পর্যন্ত বাংলার ন’টি আসনে ভোটদানের হার ৬৯.৮৯ শতাংশ। ভোটদানের হারে এখনও এগিয়ে বসিরহাটই (৭৬.৫৬ শতাংশ)। কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোট পড়েছে যথাক্রমে ৫৯.২৩ শতাংশ ও ৬০.৮৮ শতাংশ।
কমিশন সূত্রের খবর, সপ্তম দফায় দুপুর ৩টা পর্যন্ত বাংলার ন’আসনে ভোটদানের হার ৫৮.৪৬ শতাংশ। ভোটদানের হারে এখনও এগিয়ে বসিরহাটই (৬৬.৭৬ শতাংশ)। কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোট পড়েছে যথাক্রমে ৫১.২২ শতাংশ ও ৫০.৬১ শতাংশ।
কমিশন সূত্রে খবর, দুপুর ১টা পর্যন্ত দেশের সাত রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটদানের গড় হার ৪০.৯ শতাংশ। সপ্তম দফার ভোটদানের হারে এগিয়ে হিমাচল প্রদেশ (৪৮.৬৩ শতাংশ)। আর সবচেয়ে কম ভোট পড়ল বিহারে (৩৫.৬৫ শতাংশ)
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত দমদমে ভোট পড়েছে ৪১.০৯ শতাংশ। এ ছাড়াও বারাসতে ৪৭.৪৯ শতাংশ, জয়নগরে ৪৮.২৭ শতাংশ, মথুরাপুরে ৪৭.০৩ শতাংশ, ডায়মন্ড হারবারে ৪৭.৩৩ শতাংশ। যাদবপুরে ৪৩.২৫ শতাংশ, কলকাতা দক্ষিণে ৩৯.৭ শতাংশ এবং কলকাতা উত্তরে ৩৯.৪৮ শতাংশ ভোট পড়েছে।
কমিশন সূত্রের খবর, শেষ দফায় দুপুর ১টা পর্যন্ত বাংলার ন’আসনে ভোটদানের হার ৪৫.০৭ শতাংশ। ভোটদানের হারে এখনও এগিয়ে বসিরহাটই (৫০.৮৯ শতাংশ)।
কমিশন সূত্রে খবর, সকাল ১১টা পর্যন্ত দেশে ভোটদানের গড় হার ২৬.৩ শতাংশ। সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে হিমাচল প্রদেশে (৩১.৯২ শতাংশ)। এ ছাড়াও বিহারে ২৪.২৫ শতাংশ, চণ্ডীগড়ে ২৫.০৩ শতাংশ, ঝাড়খণ্ডে ২৯.৫৫ শতাংশ, ওড়িশায় ২২.৬৪ শতাংশ, পঞ্জাবে ২৩.৯১ শতাংশ এবং উত্তরপ্রদেশে ২৮.০২ শতাংশ ভোট পড়ল।
কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হারে সমান সমান কলকাতা উত্তর এবং দক্ষিণ। দুই কেন্দ্রেই ভোট পড়েছে ২৪.০২ শতাংশ করে।
ভোটদানের হারে বাংলার নয় আসনের মধ্যে এগিয়ে বসিরহাট। তার পরই রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র (৩১.৫১ শতাংশ)। এ ছাড়াও মথুরাপুরে ৩০.৫ শতাংশ, জয়নগরে ৩০.২৫ শতাংশ, বারাসতে ২৭.৮৬ শতাংশ, যাদবপুরে ২৬.৫৯ শতাংশ এবং দমদমে ২৪.৮৩ শতাংশ ভোট পড়েছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল ১১টা পর্যন্ত বাংলার নয় আসনে ভোটদানের গড় হার ২৮.১ শতাংশ। ভোটদানের হারে এখনও এগিয়ে বসিরহাটই (৩২.৫৭ শতাংশ)।
নির্বাচন কমিশন সূত্রে খবর, গোটা দেশের ৫৭ আসনে ভোটদানের গড় হার ১১.৩১ শতাংশ। সকাল ৯টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে হিমাচল প্রদেশে (১৪.৩৫ শতাংশ)। তার পরই রয়েছে উত্তরপ্রদেশ (১২.৯৪)। এ ছাড়াও পশ্চিমবঙ্গে ১২.৬৩ শতাংশ, চণ্ডীগড়ে ১১.৬৪ শতাংশ, বিহারে ১০.৫৮ শতাংশ, পঞ্জাবে ৯.৬৪ শতাংশ এবং ওড়িশায় ৭.৬৯ শতাংশ ভোট পড়ল প্রথম দু’ঘণ্টায়।
কমিশন সূত্রে খবর, বাংলার ন’আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে ভোটদানের হার ১৫.৬৬ শতাংশ। তার পরেই রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। সেখানে ভোট পড়েছে ১৪.১৬ শতাংশ। এ ছাড়াও মথুরাপুরে ১৩.৫৪ শতাংশ, যাদবপুরে ১৩.৪৬ শতাংশ, জয়নগরে ১৩.১৩ শতাংশ, বারাসত ১২.৯৪ শতাংশ, দমদমে ১০.৮৬ শতাংশ। ন’আসনের মধ্যে কলকাতার দুই কেন্দ্রে ভোটদানের হার কিছুটা কম। কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোট পড়েছে ১০.১৬ শতাংশ এবং কলকাতা উত্তর কেন্দ্রে ভোটদানের হার ৮.৯২ শতাংশ।
নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দু’ঘণ্টায় বাংলার ৯ আসনে ভোটদানের গড় হার ১২.৬৩ শতাংশ।
শেষ দফায় সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশের ১৩টি, বিহারের আটটি, ওড়িশায় ছ’টি এবং ঝাড়খণ্ডের তিনটি আসনে ভোট চলছে। পঞ্জাবের ১৩ এবং হিমাচলের চারটি লোকসভা কেন্দ্রের মধ্যে সব ক’টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের এক মাত্র আসনে ভোট হচ্ছে এই দফায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy