গ্রাফিক: শৌভিক দেবনাথ।
প্রথম জন রাজনীতির পাশাপাশি ভালবাসেন দাবা খেলতে। দ্বিতীয় জন দাবার প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন। চৌষট্টি খোপের লড়াই থেকে অবসর নিয়ে পা রেখেছেন রাজনীতির পথে। প্রথম জন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দ্বিতীয় জন, তাঁরই প্রিয় দাবাড়ু তথা রুশ রাজনীতিক গ্যারি কাসপারভ।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার রায়বরেলী লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন পেশের দিনেই রাহুল ‘বার্তা’ পেয়েছেন কাসপারভের কাছ থেকে। কাসপারভ যে সমাজমাধ্যমে সত্যিই রাহুলকে নিয়ে মন্তব্য করেছেন, তা খতিয়ে দেখেছে আনন্দবাজার অনলাইন। তবে বিজেপির একাংশের দাবি, ওই পোস্টটি ভুয়ো।
গান্ধী-নেহরু পরিবারের পঞ্চম প্রজন্মের রাজনীতিকের উদ্দেশে রুশ কিংবদন্তী ‘সুপার গ্র্যান্ডমাস্টারে’র পরামর্শ— ‘‘ঐতিহ্যগত রীতি মেনে শীর্ষ পদে পৌঁছনোর আগে আপনাকে রায়বরেলী কেন্দ্র থেকে জিততে হবে।’’ এক্স হ্যান্ডলে দাবা সংক্রান্ত একটি পোস্টের জবাবেই ওই মন্তব্য করেন কাসপারভ। তবে তার কয়েক ঘণ্টা পরেই এক্স হ্যান্ডলে কাসপাসভ জানান, নিছক মজা করার উদ্দেশ্যেই ওই মন্তব্য করেছেন তিনি। একে মজা হিসাবেই দেখা উচিত।
সম্প্রতি লোকসভা ভোটের প্রচারের সময় একটি সাক্ষাৎকারে দাবা খেলার প্রতি আকর্ষণের কথা জানিয়ে কাসপারভকে তাঁর ‘প্রিয় দাবাড়ু’ বলে বর্ণনা করেছিলেন রাহুল। পাশাপাশি, দাবা এবং রাজনীতির লড়াইয়ের তুলনাও টেনেছিলেন তিনি। বলেছিলেন, ‘‘প্রতিপক্ষের উপর কাসপরভ যে চাপের কৌশল প্রয়োগ করেন, তা অত্যন্ত কার্যকরী।’’
যদিও তথ্য বলছে, চৌষট্টি খোপের লড়াইয়ে চূড়ান্ত সফল কাসপারভ রাজনীতির ময়দানে তেমন ছাপ ফেলতে পারেননি। ভ্লাদিমির পুতিনের বিরোধিতায় আন্দোলনে নেমে গ্রেফতার হওয়ার পরে দেশ ছাড়তে হয়েছিল তাঁকে। দেশত্যাগী কাসপারভকে চলতি বছরের মার্চ মাসে ‘জঙ্গি’ তকমাও দিয়েছে ভ্লাদিমির পুতিনের সরকার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy