কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল গান্ধী। ছবি: পিটিআই।
অষ্টাদশ লোকসভায় বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধীকে চাইলেন কংগ্রেস নেতৃত্ব। শনিবার দিল্লিতে দলের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকে আনুষ্ঠানিক ভাবে এই প্রস্তাব গৃহীত হয়েছে।
২০১৪ সালে ৪৪ এবং ২০১৯-এ ৫২টি আসনে জেতা কংগ্রেস এ বার লোকসভা নির্বাচনে ৯৯টি আসন জিতে ‘প্রধান বিরোধী দল’-এর মর্যাদা পুনরুদ্ধার করেছে। ফলে এক দশক পরে লোকসভায় ফিরতে চলেছে ‘বিরোধী দলনেতা’ পদ। কেরলের ওয়েনাড় এবং উত্তরপ্রদেশের রায়বরেলী দু’টি আসন থেকেই সাড়ে তিন লক্ষের বেশি ব্যবধানে জয়ী রাহুলই এ ক্ষেত্রে দলের পছন্দ বলে জানিয়েছেন এআইসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল।
শনিবার বিকেলে বৈঠকের পরে বেণুগোপাল জানান, রাহুল গান্ধী যাতে বিরোধী দলনেতার পদ গ্রহণ করেন ওয়ার্কিং কমিটির বৈঠকে সে বিষয়ে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়েছে। তাঁর দাবি, বিষয়টি এখন রাহুল গান্ধীর বিবেচনাধীন। কংগ্রেস সাংসদ তথা ওয়ার্কিং কমিটির সদস্য কুমারী শেলজা বলেন, ‘‘আমরা সকলেই একযোগে রাহুলজিকে বিরোধী দলনেতার পদ গ্রহণের আর্জি জানিয়েছি।’’
লোকসভা ভোটের রাজ্যওয়াড়ি ফল বিশ্লেষণ করে হারের কারণগুলি চিহ্নিত করা হবে বলে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে জানিয়েছেন দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে। কংগ্রেস শাসিত যে রাজ্যগুলিতে লোকসভা ভোটে দলের ফল খারাপ হয়েছে, সেগুলিতে বিশেষ ভাবে নজর দেওয়ার কথা বলেছেন খড়্গে। জাতীয় প্রেক্ষাপটে তুলনামূলক ভাল ফল করলেও কংগ্রেস শীর্ষ নেতৃত্ব মনে করছেন, পশ্চিমবঙ্গ, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, উত্তরাখণ্ড এবং কংগ্রেস শাসিত কর্নাটক ও হিমাচল প্রদেশে দলের ফল খুবই খারাপ হয়েছে। মাত্র ছ’মাস আগে বিধানসভা ভোটে বিপুল ভাবে জেতা তেলঙ্গানাতেও এ বার কংগ্রেসের সঙ্গে সমানে টক্কর দিয়েছে বিজেপি। কংগ্রেস শাসিত হিমাচলের চারটি লোকসভাই বিজেপি জিতেছে। শুধু তা-ই নয়, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর বিধানসভা কেন্দ্র-সহ সব বিধানসভা এলাকাতেই কংগ্রেস পিছিয়ে রয়েছে।
অথচ হিমাচলের ছয় বিদ্রোহী কংগ্রেস বিধায়কের সদস্যপদ খারিজের পরে সেখানে উপনির্বাচন হয়েছিল। তার মধ্যে চারটি কেন্দ্রে কংগ্রেস জিতেছে। কংগ্রেস হাইকমান্ড মনে করছে, রাজ্যে সরকার বাঁচাতে হিমাচলের কংগ্রেস নেতারা লোকসভা ভোটের বদলে বিধানসভার উপনির্বাচনে বেশি মন দিয়েছিলেন। খড়্গের রাজ্য কর্নাটকে ঠিক এক বছর আগে বিধানসভা ভোটে ক্ষমতা দখল করেছিল কংগ্রেস। সেখানে ২৮টি আসনের মধ্যে মাত্র ন’টিতে জিতেছে ‘হাত’। বিজেপি ১৭ এবং তাদের সহযোগী জেডিএস দু’টিতে। লিঙ্গায়েত জনগোষ্ঠীর ভোট আবার বিজেপিমুখী হওয়ায় এবং দক্ষিণ কর্নাটকে ভোক্কালিগা ভোটে জেডিএস ভাগ বসানোতেই এমন ফল বলে দলের একাংশ মনে করছেন।
দাক্ষিণাত্যের আর এক রাজ্য তেলঙ্গানায় ১৭টি লোকসভা আসনের মধ্যে কংগ্রেস এবং বিজেপি দু’দলই আটটি করে আসনে জিতেছে। হায়দরাবাদে আবার জিতেছেন ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম) দলের প্রধান তথা বিদায়ী সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের ফলাফল পর্যালোচনার জন্য শনিবার দুপুরে হয় দলের সর্বোচ্চ নীতিনির্ধারক মঞ্চ, ওয়ার্কিং কমিটির বৈঠক।
১৯৯৯ এবং ২০১৪ সালের লোকসভা ভোটে বিপর্যয়ের পর কংগ্রেসের তৎকালীন সভানেত্রী সনিয়া গান্ধী ওয়ার্কিং কমিটির বৈঠকেই প্রবীণ নেতা একে অ্যান্টনিকে মাথায় রেখে একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির সুপারিশ মেনে সাংগঠনিক স্তরে কিছু পদক্ষেপও করা হয়েছিল। এ বারও খড়্গে রাজ্যওয়াড়ি ভোটের ফল বিশ্লেষণ করে প্রয়োজনীয় রদবদলের জন্য একটি কমিটি গঠন করতে পারেন বলে দলের একটি সূত্রের খবর। ওয়ার্কিং কমিটির বৈঠকের পরে সংসদ ভবনের সেন্ট্রাল হলে হয় কংগ্রেস সংসদীয় দলের বৈঠকও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy