Advertisement
Back to
Lok Sabha Election 2024

ডাকলেও রাজভবনে যাব না, রাস্তায় কথা বলব, আপনার পাশে বসাও পাপ! হুগলিতে বললেন মমতা

মূল ঘটনা

১৬:০৩ সর্বশেষ
‘‘ডাকলেও রাজভবনে যাব না, রাস্তায় কথা বলব, আপনার পাশে বসাও পাপ!’’ বললেন মমতা
১৫:০৭
‘‘লক্ষ্মীর ভান্ডারে হাত দিয়ে দেখো ...’’, হুঁশিয়ারি মমতার
১৫:০৩
‘‘সন্দেশখালিতে কী হয়েছিল, আপনারা সবাই দেখেছেন’’, বিজেপিকে আক্রমণে মমতা
১৫:০১
তৃতীয় দফার পর তো চোখ থেকে জল বেরিয়ে এসেছে, মোদীকে কটাক্ষ মমতার
১৪:৫৯
‘‘রাজি ছিল না রচনা, আমি রাজি করিয়েছি’’, বললেন মমতা
১৪:৫৭
তৃণমূল নেতাদের ফোন করে বসে যাওয়ার হুমকি বিজেপির, দাবি মমতার
১৪:৫৫
ডাকলেও যাব না রাজভবনে: মমতা
১৪:৫৫
পেন ড্রাইভে আরও তথ্য? ইঙ্গিত মমতার
১৪:৫৩
এক জন মহিলার উপর অত্যাচার করার আপনি কে? প্রশ্ন মমতার
১৪:৫২
রাজ্যপাল, আমার কী দোষ? প্রশ্ন মমতার
রাজ্যপাল সিভি আনন্দ বোস (বাঁ দিকে), মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে), পিছনে রাজভবন।

রাজ্যপাল সিভি আনন্দ বোস (বাঁ দিকে), মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে), পিছনে রাজভবন। — গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
সপ্তগ্রাম শেষ আপডেট: ১১ মে ২০২৪ ১৬:০৬
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১১ মে ২০২৪ ১৬:০৩ key status

‘‘ডাকলেও রাজভবনে যাব না, রাস্তায় কথা বলব, আপনার পাশে বসাও পাপ!’’ বললেন মমতা

হুগলিতে এ বার তৃণমূলের প্রতীকে লড়াই করতে নেমেছেন পর্দার দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর হয়ে শনিবার সপ্তগ্রামে জনসভা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকে বাছাই শব্দপ্রয়োগ করলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্পর্কে। প্রসঙ্গত, রাজভবনে কর্মরত এক মহিলা সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। সাংবিধানিক রক্ষাকবচের জোরে আপাতত সিভি আনন্দ বোসের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে পারেনি পুলিশ। শনিবার এ নিয়েই রাজ্যপালকে তীব্র আক্রমণ করলেন মমতা। সেখানে তিনি এক দিকে যেমন ইঙ্গিত দিয়েছেন, আরও ভিডিয়ো আছে। পাশাপাশি, সরাসরি জানিয়ে দিয়েছেন, রাজ্যপাল তাঁকে রাজভবনে ডেকে পাঠালেও তিনি যাবেন না। বললেন, ‘‘আপনার পাশে বসাও পাপ!’’

শ্লীলতাহানি প্রসঙ্গ প্রকাশ্যে আসার পরেই রাজ্যপাল সিভি আনন্দ বোস নাম না করে মমতাকে আক্রমণ করে বলেছিলেন, ‘‘দিদিগিরি বরদাস্ত করব না।’’ সপ্তগ্রাম থেকে সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন মমতা। তিনি বলেন, ‘‘মাননীয় রাজ্যপাল, আমার কী দোষ আপনি বলুন। আমি তো জানিই না ঘটনা পুরো। আমাকে বলছেন, দিদিগিরি চলবে না। কিন্তু আপনি ইস্তফাটা কবে দেবেন?’’ তার পরেই মমতার সরাসরি প্রশ্ন, ‘‘একজন মহিলার উপর অত্যাচার করার আপনি কে?’’ মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, তাঁর কাছে এই সংক্রান্ত আরও কিছু ফুটেজ আছে। তিনি বলেন, ‘‘ভয় পাবেন না, কপিটা আমার কাছে আছে। আমি রেখে দিয়েছি। যেটা এডিট করেছেন, সেটাও আমার কাছে আছে। এখনও তো সব বেরোয়নি। আর একটা পেন ড্রাইভ আমি পেলাম।’’ এর পরেই মমতা বলেন, ‘‘আমাকে রাজভবনে ডাকলে আর যাব না। রাস্তায় ডাকবে, রাস্তায় গিয়ে দেখা করে আসব। যা কীর্তি শুনছি, আপনার পাশে বসাও পাপ!’’

timer শেষ আপডেট: ১১ মে ২০২৪ ১৫:০৭ key status

‘‘লক্ষ্মীর ভান্ডারে হাত দিয়ে দেখো ...’’, হুঁশিয়ারি মমতার

রচনার সমর্থনে সপ্তগ্রামের জনসভা থেকে মমতা বলেন, ‘‘বলছে, লক্ষ্মীর ভান্ডার তুলে দেব। আমি বলি, হাতটা দিয়ে দেখো, তার পর কী করি... সারা জীবন আমি কম মার খাইনি। কিন্তু আমাকে ধমকে, চমকে কাজ হবে না। আপনি যদি চমকে বলেন, এটা করতে হবে, ঠাসিয়ে দুটো চড় মারব। আমি ঘরেও শাসন করি, বাইরেও করতে পারি।’’ 

Advertisement
timer শেষ আপডেট: ১১ মে ২০২৪ ১৫:০৩ key status

‘‘সন্দেশখালিতে কী হয়েছিল, আপনারা সবাই দেখেছেন’’, বিজেপিকে আক্রমণে মমতা

মমতা বলেন, ‘‘ওখানে জঘন্য অপরাধ হয়েছে। একটা মেয়ের আত্মসম্মান চলে গেলে আর ফিরে আসে না। সে জানেও না, তাকে দিয়ে লিখিয়ে নেওয়া হচ্ছে। এটা আগেকার দিনে হত। বেচারা জানতেই পারত না।’’

timer শেষ আপডেট: ১১ মে ২০২৪ ১৫:০১ key status

তৃতীয় দফার পর তো চোখ থেকে জল বেরিয়ে এসেছে, মোদীকে কটাক্ষ মমতার

এ বার ভোটে মোদী সরকারের পতন হবে বলে সপ্তগ্রামের সভা থেকে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘তৃতীয় দফার পর তো চোখ ফেটে জল বেরিয়ে এসেছে। আরও দেখতে থাকুন।’’ 

timer শেষ আপডেট: ১১ মে ২০২৪ ১৪:৫৯ key status

‘‘রাজি ছিল না রচনা, আমি রাজি করিয়েছি’’, বললেন মমতা

সপ্তগ্রামের সভায় মমতা বলেন, ‘‘রচনা ভোটে দাঁড়াতে চাইছিল না। আমাকে বলেছিল, দিদি আমি কোনও দিন রাজনীতি করিনি। আমি ওকে বলি, আমরা কেউই বুঝতাম না। মানুষের কাজ করাই হল আসল কথা। আর এখানে দাঁড়ালে তোমার সুবিধাই হবে। দিদি নম্বর ওয়ানে আরও অনেক কিছু করতে পারবে। রচনাকে রাজি যখন করালাম, আপনারা কি ওকে ভোটটা দেবেন না?’’

timer শেষ আপডেট: ১১ মে ২০২৪ ১৪:৫৭ key status

তৃণমূল নেতাদের ফোন করে বসে যাওয়ার হুমকি বিজেপির, দাবি মমতার

মমতা বলেন, ‘‘ফোন করে আমাদের নেতাকে বলেছে, যদি বসে না যাস তা হলে ভোটের পর দেখে নেব। তৃণমূল কাউকে ভয় পায় না। ৩৪ বছর লড়াই করে সিপিএমকে যদি ছুড়ে ফেলতে পারি, তা হলে আপনাকেও ভারতবর্ষ থেকে ছুড়ে ফেলে দেব, এটা মাথায় রাখবেন।’’

Advertisement
timer শেষ আপডেট: ১১ মে ২০২৪ ১৪:৫৫ key status

ডাকলেও যাব না রাজভবনে: মমতা

মমতা বলেন, ‘‘আমাকে রাজভবনে ডাকলে আর যাব না। রাস্তায় ডাকবে, রাস্তায় গিয়ে দেখা করে আসব। যা কীর্তি শুনছি, আপনার পাশে বসাও পাপ!’’

timer শেষ আপডেট: ১১ মে ২০২৪ ১৪:৫৫ key status

পেন ড্রাইভে আরও তথ্য? ইঙ্গিত মমতার

সপ্তগ্রামের সভা থেকে মমতা বলেন, ‘‘ভয় পাবেন না, কপিটা আমার কাছে আছে। আমি রেখেছি। যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে। এখনও তো সব বেরোয়নি। আর একটা পেন ড্রাইভ আমি পেলাম।’’

timer শেষ আপডেট: ১১ মে ২০২৪ ১৪:৫৩ key status

এক জন মহিলার উপর অত্যাচার করার আপনি কে? প্রশ্ন মমতার

এক জন মহিলার উপর অত্যাচার করার আপনি কে? রাজ্যপালকে প্রশ্ন মমতার।  

timer শেষ আপডেট: ১১ মে ২০২৪ ১৪:৫২ key status

রাজ্যপাল, আমার কী দোষ? প্রশ্ন মমতার

মমতা বলেন, ‘‘মাননীয় রাজ্যপাল, আমার কী দোষ আপনি বলুন? আমি তো জানিই না ঘটনা পুরো। আমাকে বলছেন, দিদিগিরি চলবে না। আপনি ইস্তফাটা কবে দেবেন?’’

timer শেষ আপডেট: ১১ মে ২০২৪ ১৪:৫০ key status

লক্ষ্মীর ভান্ডার সারা জীবন পাবেন

সপ্তগ্রামে রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভায় মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘‘লক্ষ্মীর ভান্ডার চলবে সারা জীবন।’’ 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy