Advertisement
Back to
Lok Sabha Election 2024

হেগড়েকে শো-কজ় বিজেপির, প্রার্থী নিয়ে বৈঠকে কংগ্রেস

হেগড়ের টিকিট বাতিল হতে চলেছে বলে মনে করলেও বিজেপির একাংশ মনে করছে, নোটিস ধরালেও উগ্র হিন্দুত্ববাদী ওই নেতাকে কর্নাটক থেকে ফের প্রার্থী করা হতে পারে।

বিজেপির কর্নাটকের সাংসদ অনন্তকুমার হেগড়ে। —ফাইল চিত্র।

বিজেপির কর্নাটকের সাংসদ অনন্তকুমার হেগড়ে। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ মার্চ ২০২৪ ০৮:০৯
Share: Save:

সংবিধান বদল করে হিন্দু রাষ্ট্র গঠনের লক্ষ্যে এনডিএ চারশো আসনে জিততে চায় বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন কর্নাটকের বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ে। যার জেরে বিড়ম্বনায় পদ্ম শিবির। এই পরিস্থিতিতে তাঁকে ‘শো-কজ়’ নোটিস ধরিয়েছে বিজেপি। আসন্ন লোকসভা নির্বাচনে হেগড়েকে প্রার্থী করা হবে কি না, তা নিয়ে আজ বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। অনেকেই হেগড়ের টিকিট বাতিল হতে চলেছে বলে মনে করলেও বিজেপির একাংশ মনে করছে, নোটিস ধরালেও উগ্র হিন্দুত্ববাদী ওই নেতাকে কর্নাটক থেকে ফের প্রার্থী করা হতে পারে। প্রার্থী তালিকা নিয়ে আজ বৈঠকে বসে কংগ্রেসও।

আজ দ্বিতীয় দফায় বিজেপির প্রায় দেড়শোটি আসন নিয়ে আলোচনা হয়। প্রথম তালিকার পরে পশ্চিমবঙ্গে ২৩টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। এর মধ্যে দার্জিলিং কেন্দ্রে রাজু বিস্তা না কি হর্ষবর্ধন শ্রিংলা— তা নিয়ে মতপার্থক্য রয়েছে দলে। সদ্য বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় চলতি তালিকায় বিজেপির প্রার্থী হিসাবে স্থান পান কি না তা-ও দেখার। এ ছাড়া উত্তরপ্রদেশের ২৫টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা বাকি।

সূত্রের মতে, ওই আসনগুলি নিয়েও আজ আলোচনা হয়েছে। এ ছাড়াও জোট রাজ্য বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা নিয়েও আলোচনা হয়। ৪০টি আসনের বিহারে বিজেপি অন্তত কুড়ি থেকে বাইশটি আসনে লড়তে চাইছে। অন্য দিকে, মহারাষ্ট্রে ৪৮টি আসনের মধ্যে অন্তত ৩০টি আসনে লড়তে চায় বিজেপি। ওই রাজ্যের ২৫টি আসনের প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া অন্ধ্রপ্রদেশে টিডিপি ও কর্নাটকে জেডিএসের সঙ্গে হাত মিলিয়ে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে দল।

লোকসভা নির্বাচনের প্রার্থীতালিকা নিয়ে আজ দ্বিতীয় দফায় বৈঠকে বসেছিল কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি। সূত্রের খবর, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা নেই। কর্নাটকের কালাবুর্গি আসন থেকে স্থানীয় কংগ্রেস কর্মীরা খড়্গেকেই লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে চাইলেও আজ কংগ্রেস সূত্র জানিয়েছে, এমন সম্ভাবনা নেই।

কংগ্রেস সূত্রের খবর, দলের বৈঠকে আজ অসম, রাজস্থান, মধ্যপ্রদেশ-সহ ছ’রাজ্যের ৬০টি আসন নিয়ে আলোচনা হয়েছে। কংগ্রেস দলের গুরুত্বপূর্ণ নেতাদের ভোটে প্রার্থী করতে চাইছে। রাজস্থান থেকে সচিন পাইলট, পঞ্জাব থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নী, প্রতাপ সিংহ বাজওয়া, অমরেন্দ্র সিংহ রাজা ওয়ারিংকে ভোটে প্রার্থী করতে চায়। রাজস্থানের আলওয়াড়ের জিতেন্দ্র সিংহকেও ভোটে দাঁড় করানোর পরিকল্পনা রয়েছে। তবে তিনি অসমের ভারপ্রাপ্ত নেতা বলে ভোটে লড়তে চাইছেন না।

অন্য বিষয়গুলি:

Ananta Kumar Hegde BJP Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy