ধনঞ্জয় ঘোষ। —নিজস্ব চিত্র।
ভোট শেষ হতেই বিজেপির এক বুথ এজেন্টকে বেধড়ক মারধর করেছে তৃণমূল। এমনই অভিযোগ তুলে কর্মী এবং সমর্থকদের নিয়ে রঘুনাথগঞ্জে পথ অবরোধ করলেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। তাঁর দাবি, অভিযুক্তদের শাস্তি না-হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। যদিও বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।
মঙ্গলবার জঙ্গিপুর লোকসভার বিভিন্ন বুথে সকাল থেকেই উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থীর অভিযোগ, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের রঘুনাথগঞ্জ-১ ব্লকের গণকরে ভোটপর্ব শেষে বিজেপি এক এজেন্টকে মারধর করেন তৃণমূল লোকজন। জখম অবস্থায় ওই এজেন্টকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিজেপি এজেন্টকে মারধরের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যা থেকে রঘুনাথগঞ্জে পথ অবরোধ করে বিজেপি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঘিরে বিক্ষোভ শুরু করেন বিজেপির কর্মী এবং সমর্থকেরা। শুরু হয় ধস্তাধস্তি।
বিজেপি প্রার্থীর অভিযোগ, ‘‘সোমবার রাত থেকেই জঙ্গিপুরের নানা জায়গায় অশান্তির চেষ্টা করেছে তৃণমূল। সকালে ভোট শুরু হওয়ার পরে ভোটারদের বাধাদান, কোথাও এজেন্টকে ভয় দেখিয়েছেন তৃণমূলের লোকজন। কিন্তু কোথাও কোনও কাজ না হওয়ায়, যখন তৃণমূল বুঝতে পেরেছে যে, তাদের বিরুদ্ধে এ বার জনমত দিচ্ছেন সাধারণ মানুষ, তখনই হামলার পন্থা নিয়েছে ওরা।’’ ধনঞ্জয় আরও বলেন, ‘‘বিজেপি কর্মীকে যে ভাবে মারধর করা হয়েছে, তাঁকে রক্তাক্ত করা হয়েছে, তার বিচার চাই। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ না-করলে বৃহত্তর আন্দোলন করব আমরা।’’ অন্য দিকে, হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy