Russia-Ukraine War

ইউক্রেনের যুদ্ধে গত চার মাসে হতাহত এক লক্ষেরও বেশি রুশ সেনা! দাবি আমেরিকার

ভলোদিমির জ়েলেনস্কির বাহিনীর প্রত্যাঘাতে হাতছাড়া হওয়া দক্ষিণ ইউক্রেনের খেরসন প্রদেশেও লড়াইয়ে বলি হয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনীর অনেক যোদ্ধা।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ মে ২০২৩ ২৩:৫৮
Injured Russian soldier

আহত রুশ সেনার সাহায্যে তাঁর সহকর্মী। — ফাইল চিত্র।

শুধুমাত্র গত ৪ মাসে ইউক্রেন ফৌজের প্রত্যাঘাতে নিহত হয়েছেন ২০ হাজারেরও বেশি রুশ সেনা! আহতের সংখ্যা ৮০ হাজারেরও বেশি। গোয়েন্দা রিপোর্ট উদ্ধৃত করে সোমবার এ কথা জানিয়েছে হোয়াইট হাউস!

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের দফতরের তরফে সে দেশের জাতীয় নিরাপত্তা পরিষদকে জানানো হয়েছে, মূলত পূর্ব ইউক্রেনের ডোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে (যাদের একত্রে ডনবাস বলা হয়) রক্তক্ষয়ী লড়াইয়ে হাতহত হয়েছেন বিপুল সংখ্যক রুশ সেনা। পাশাপাশি, ভলোদিমির জ়েলেনস্কির বাহিনীর প্রত্যাঘাতে হাতছাড়া হওয়া দক্ষিণ ইউক্রেনের খেরসন প্রদেশেও লড়াইয়ে বলি হয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনীর অনেক যোদ্ধা।

Advertisement

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। গত অগস্টে সামরিক পর্যবেক্ষক সংস্থা মিলিটারি টাইমস দাবি করেছিল, ছ’মাসে ইউক্রেনে অন্তত ৭০ হাজার সেনাকে হারিয়েছে রাশিয়া। নভেম্বরে আমেরিকা সেনার জেনারেল মার্ক মিলেরি দাবি করেছিলেন, সাড়ে ৮ মাসের যুদ্ধে ১ লক্ষেরও বেশি রুশ সেনা হতাহত হয়েছেন।

Advertisement
আরও পড়ুন