গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
ইজ়রায়েল সেনা এবং প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে বৈঠকের পরে যৌথ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘পরিস্থিতি ঠিকই রয়েছে। ভাল ভাবেই আলোচনা চলছে। আমরা ঘটনাপ্রবাহের দিকে নজর রেখেছি।’’
২০২৩ সালের ৭ অক্টোবর গাজ়া থেকে ইজ়রায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছিল হামাস। ওই হানাদারিতে মৃত্যু হয় প্রায় ১২০০ জনের। ২৫০ জনকে পণবন্দি করা হয়। এর পরেই গাজ়ায় হামাসের বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান শুরু করে ইজ়রায়েল। ১৫ মাসের যুদ্ধে মৃত্যু হয়েছে অন্তত ৪৭ হাজার প্যালেস্টাইনি নাগরিকের। অক্টোবরের শেষপর্বেই ইজ়রায়েলি সেনার ‘গ্রাউন্ড অপারেশন’ চালিয়ে নেৎজ়ারিম করিডর দখল করায় কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল উত্তর গাজ়া।
গত ১৫ মাস ধরে যুযুধান দু’পক্ষই হামলা, পাল্টা হামলা চালিয়েছে। ইজ়রায়েলি সেনা উত্তর গাজ়ার দখল নিয়ে জোর করেছিল প্যালেস্টাইনি নাগরিকদের। শেষমেশ কাতারের মধ্যস্থতায়, আমেরিকা এবং মিশরের চেষ্টায় গত ১৫ জানুয়ারি রাতে যুদ্ধবিরতিতে রাজি হয় ইজ়রায়েল এবং হামাস। তার পর ১৯ জানুয়ারি থেকেই যুদ্ধবিরতির অন্যতম শর্ত হিসাবে শুরু হয়েছে বন্দি প্রত্যর্পণের প্রক্রিয়া। তিন ধাপের যুদ্ধবিরতির প্রথম ধাপে গাজ়ায় আটক ৩৩ জন ইজ়রায়েলি পণবন্দিকে এ পর্যন্ত মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ইজ়রায়েলের বিভিন্ন জেলে বন্দি প্রায় প্যালেস্টাইনি বন্দিকে মুক্তি দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। এই আবহে শুক্রবার থেকে মিশরের কায়োরোয় দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে।