নিজস্ব চিত্র
মক্কা-মদিনার হজ যাত্রার সময় লক্ষ লোকের ভিড় সামলাতে পুরুষদের পাশাপাশি মহিলা রক্ষীদেরও নিয়োগ করল সৌদি প্রশাসন। ইতিহাসে প্রথমবার মহিলাদের মক্কা ও মদিনার নিরাপত্তারক্ষী হওয়ার অনুমতি দেওয়া হল সে দেশে। দিলেন সৌদি আরবের রাজপুত্র।
এর আগে আরবের একাধিক প্রাচীন নিয়ম পাল্টেছেন তিনি। গাড়ি চালানোয় মহিলাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে তাঁর আমলেই। সৌদি সমাজে মহিলাদের আরও স্বাধীনতার পক্ষে সওয়াল করেছেন তিনি। তাঁর দৌলতেই এই নতুন সিদ্ধান্ত, যেখানে মহিলাদের নিরাপত্তারক্ষীর কাজে নিযুক্ত করা হল।
২০২১ সালের সৌদি সেনায় ও পুলিশে মহিলাদের অংশগ্রহণের বিষয়ে ছাড়পত্র দিয়েছিল প্রশাসন। তারপরেই মক্কা ও মদিনার বিভিন্ন স্থানে এই মহিলাদের দেখা মিলেছে। জ্যাকেট ও পাজামা পরিহিত এই মহিলা নিরাপত্তরক্ষীরা সৌদি আরবের প্রথাগত পোশাকের বাইরে বেরিয়ে একটি উদাহরণ তৈরি করেছেন।