রবীন্দ্র জাডেজা। —ফাইল চিত্র।
দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়েছে নিউ জ়িল্যান্ড। ভারতের চেয়ে ১৪৩ রানে এগিয়ে রয়েছে তারা। হাতে এখনও একটি উইকেট। রবিবার সকালে দ্রুত সেই উইকেট নিতে চাইবেন জাডেজারা। শনিবার চারটি উইকেট নিয়েছেন তিনি। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। এই ম্যাচে ৯ উইকেট নেওয়া হয়ে গিয়েছে তাঁর।
দ্বিতীয় উইকেট অশ্বিনের। বোল্ড হলেন ফিলিপ্স। ১৪ বলে ২৬ রান করে আউট হলেন তিনি। কিউয়িদের লিড ১০০ পার।
জাডেজার বলে আউট মিচেল। তবে এই উইকেটের ক্ষেত্রে কৃতিত্ব দিতে হবে অশ্বিনকে। তিনি মিড অফ থেকে পিছনের দিকে দৌড়ে গিয়ে ক্যাচ ধরেন। মিচেল এবং ইয়ংয়ের ৫০ রানের জুটি ভেঙে গেল। চতুর্থ উইকেট হারাল নিউ জ়িল্যান্ড।
তিন উইকেট হারিয়েছে নিউ জ়িল্যান্ড। ক্রিজ়ে উইল ইয়ং এবং ড্যারিল মিচেল। তাঁরা ইনিংস গড়ার লক্ষ্যে। মুম্বইয়ের পিচ স্পিন খেলতে সমস্যা হচ্ছে ব্যাটারদের। ভারতের সামনে বড় রানে লক্ষ্য রাখতে চায় কিউয়িরা। চতুর্থ ইনিংসে এই পিচে ব্যাট করা কঠিন হবে বলেই মনে করা হচ্ছে।
উইকেট নিলেন অশ্বিন। এই সিরিজ়ে ১২৯ বল পর উইকেট পেলেন অশ্বিন। রাচিনকে ফেরালেন তিনি। স্টাম্পড হলেন রাচিন।
ওয়াশিংটনের বলে আউট ওপেনার কনওয়ে। দুই ওপেনারকেই হারাল কিউয়িরা। স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন কনওয়ে। ২২ রান করে আউট তিনি।
আকাশের বলে বোল্ড লাথাম। আউট হওয়ার আগের বলে এলবিডব্লিউ-র আবেদন করেছিল ভারত। আম্পায়ার আউট দিয়েছিলেন। কিন্তু রিভিউ নেন লাথাম। তাতে দেখা যায় বল ব্যাটে লেগেছে। বেঁচে যান কিউয়ি অধিনায়ক। কিন্তু পরের বলেই আকাশের বল লাথামের ব্যাট এবং প্যাডের মাঝ খান দিয়ে ঢুকে উইকেট ভেঙে দেয়।
প্রথম ইনিংসে ২৮ রানে লিড নিল ভারত। নিউ জ়িল্যান্ড করেছিল ২৩৫ রান। ভারতের প্রথম ইনিংস শেষ ২৬৩ রানে।
আকাশকে (শূন্য) রান আউট করলেন রাচিন। ভারতের ইনিংস শেষ হল ২৬৩ রানে।
অশ্বিনকে (৬) রানে আউট করলেন আজাজ। ভারত ২৪৭/৯।
শতরান হাতছাড়া। ৯০ রানে আউট শুভমন। ব্যাটের কানায় লেগে বল চলে গেল স্লিপে।
গ্লেন ফিলিপ্সের বলে আউট জাডেজা। ১৪ রান করে আউট হলেন তিনি। ক্যাচ দিলেন ড্যারিল মিচেলের হাতে। ৬ উইকেট হারাল ভারত।
মধ্যাহ্নভোজ হওয়ার কথা ছিল সাড়ে ১১টায়। নিয়ম অনুযায়ী যদি ১ মিনিটও বাকি থাকে তাহলেও ওভার শুরু করার কথা। কিন্তু শনিবার চার মিনিট বাকি থাকতেও আম্পায়ারেরা মধ্যাহ্নভোজে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। স্পাই ক্যামেরার সমস্যা না মিটলে খেলা শুরু করা সম্ভব হত না। সেটা বুঝেই নির্ধারিত সময়ের আগে মধ্যাহ্নভোজের সিদ্ধান্ত নেন আম্পায়ারেরা। খেলা শুরুও করেন নির্ধারিত সময়ের চার মিনিট আগে।
প্রথম সেশন শেষ। ভারত শনিবার শুধু পন্থের উইকেট হারিয়েছে। এখনও নিউ জ়িল্যান্ডের থেকে ৪০ রানে পিছিয়ে তারা।
পন্থকে আউট করলেন ইশ সোধি। ভারতের ৯৬ রানের জুটি ভাঙল। ৬০ রান করে আউট পন্থ। এলবিডব্লিউ হলেন তিনি।
প্রথম দিনের শেষে চার উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত। সেই চাপ কাটানোর চেষ্টা করছেন শুভমন এবং পন্থ। দু’জনেই অর্ধশতরান করেছেন। শনিবার সকালে বাউন্ডারি মেরে শুরু করেছিলেন পন্থ। পাল্টা আক্রমণের ইঙ্গিত ছিল প্রথম বল থেকেই। সেটাই করছেন ভারতের দুই তরুণ ব্যাটার। ইতিমধ্যেই তাঁরা ১১টি চার এবং তিনটি ছক্কা মেরেছেন।
নিউ জ়িল্যান্ডের হয়ে দ্বিতীয় দিনের শুরুতেই বল করতে এলেন অজাজ পটেল। মুম্বইয়ের এই মাঠেই ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন তিনি। সেই বোলারের ওভারে দ্বিতীয় দিনের শুরুতেই তিনটি চার মারলেন ঋষভ পন্থ।
প্রথম দিনের শেষে চার উইকেট হারিয়ে বেকায়দায় ভারত। দিনের শেষ আট বলে তিন উইকেট হারায় তারা। রান আউট হন বিরাট কোহলি। তাঁর রান আউট হওয়ার ধরন মেনে নেওয়া কঠিন। দিনের শেষে যখন সময় কাটিয়ে দেওয়াই মূল লক্ষ্য হওয়া উচিত ছিল, সেখানে কেন বিরাট খুব কাছে ফিল্ডার থাকা সত্ত্বেও রান নিতে গেলেন তা বোঝা কঠিন। সাজ ঘরে ফিরে গিয়েছেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল এবং রাতপ্রহরী হিসাবে খেলতে নামা মহম্মদ সিরাজও। দিনের শেষে ভারত ৮৬/৪।
মুম্বইয়ে তৃতীয় টেস্টে প্রথম দিনেই শেষ হয়ে যায় নিউ জ়িল্যান্ডের ইনিংস। রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দরদের দাপটে ২৩৫ রান তোলে তারা। জাডেজা নেন পাঁচ উইকেট। ওয়াশিংটন নেন চারটি। একটি উইকেট আকাশ দীপের। নিউ জ়িল্যান্ডের হয়ে ৮২ রান করেন ড্যারিল মিচেল। ৭১ রান করেন উইল ইয়ং।