Iran-Israel Conflict

‘ইজ়রায়েলের নিরাপত্তার স্বার্থে সমস্ত ব্যবস্থা নেব’, খোমেইনির হুঁশিয়ারির জবাব দিলেন বাইডেন

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কাসে ইরানের দূতাবাসে বিমান হামলা চালায় ইজ়রায়েল। হামলায় ভবনটি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি ইরানের কয়েক জন কূটনীতিক নিহত হন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ১৯:২১
(বাঁ দিকে) খোমেইনি এবং বাইডেন।

(বাঁ দিকে) খোমেইনি এবং বাইডেন। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সিরিয়ায় ইরানের দূতাবাসে ইজ়রায়েলি হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে তেহরান। এই পরিস্থিতিতে তেল আভিবের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘ইজ়রায়েলের নিরাপত্তা সুরক্ষিত করতে আমরা সম্ভাব্য সমস্ত পদক্ষেপ করব। আমরা দৃঢ় ভাবে ইজ়রায়েলের পাশে রয়েছি।’’

Advertisement

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কাসে ইরানের দূতাবাসে বিমান হামলা চালায় ইজ়রায়েল। হামলায় ভবনটি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি ইরানের কয়েক জন কূটনীতিক নিহত হন। এর পর থেকে হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছে তেহরান। বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতা আলি হোসেনি খোমেইনি বলেন, ‘‘ইজ়রায়েলকে অবশ্যই কৃতকর্মের শাস্তি পেতে হবে।’’

ওয়াশিংটনের যুদ্ধবিরতির ‘পরামর্শ’ উপেক্ষা করে গাজ়ায় হামলা চালিয়ে যাওয়ায় বুধবার ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমালোচনা করেছিলেন বাইডেন। তার পরেই আমেরিকার প্রেসিডেন্টের এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজ়ায় সংঘর্ষ শুরুর পর থেকেই ধারাবাহিক ভাবে হামাস, হিজ়বুল্লা, হুথি-সহ ইজ়রায়েল বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলিকে মদত দিচ্ছে ইরান। তারই জেরে গত এক মাসে ইরানের বিভিন্ন ঠিকানায় হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী।

আরও পড়ুন
Advertisement