শিকাগো বিমানবন্দরের সেই মুহূর্ত। ছবি: সংগৃহীত।
রানওয়েতে অবতরণের সময় সামনে চলে এসেছিল অন্য একটি বিমান। পাইলটের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রিবাহী বিমান। মুখোমুখি সংঘর্ষ এড়াতে অবতরণ না করিয়ে বিমানের মুখ ঘুরিয়ে আবার উড়ে যান। সময়মতো যদি পাইলট বিমানের মুখ না ঘোরাতেন তা হলে বিপদ এড়ানো সম্ভব হত না।
মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে শিকাগো মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে। সেই মুহূর্তের ভিডিয়ো ধরা পড়েছে বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরায় (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি বিমান রানওয়েতে নামার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ একটি ছোট বিমান আচমকাই সামনে চলে আসে। একই রানওয়েতে, একই সময়ে দু’টি বিমান কী ভাবে চলে এল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। সাউথওয়েস্ট এয়ারলাইন্সের এক যাত্রিবাহী বিমান অবতরণ করছিল। সে সময় অনুমতি ছাড়াই একটি ছোট বিমান হঠাৎ রানওয়েতে ঢুকে পড়ে। ফলে শেষ মুহূর্তে বিমানের অবতরণ বাতিল করতে হয় পাইলটকে। পাইলটের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে এফএএ এবং জাতীয় পরিবহণ সুরক্ষা বোর্ড।
সাউথওয়েস্ট এয়ারলাইন্স জানিয়েছে, ওই সময় বিমানটি রানওয়ের মাত্র ৫০ ফুট উপরে ছিল, কিন্তু সামনে আর একটি বিমান চলে আসায় অবতরণ বাতিল করতে হয় পাইলটকে। তবে ওই ঘটনার কিছু ক্ষণ পর বিমানটি শিকাগো বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। রাডারের তথ্য অনুযায়ী, ওই ছোট বিমানটি নক্সভিলের দিকে যাচ্ছিল। অন্তত ন’বার বিমানটিকে রানওয়ে থেকে সরে যাওয়ার নির্দেশ দেয় এয়ার ট্র্যাফিক কন্ট্রোল। কিন্তু কোনও কারণে চালক বিভ্রান্ত হয়ে পড়েন বলেই মনে করা হচ্ছে। সেই ভুল থেকেই কী বিপত্তি? তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত মাসেই আমেরিকায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের মাঝ আকাশে সংঘর্ষে ৬৭ জনের মৃত্যু হয়েছিল।