Monterey Park Shooting

বৃদ্ধ বন্দুকবাজের গুলিতে ক্যালিফোর্নিয়ায় নিহত ১০, পুলিশ ঘিরে ফেলতেই নিজেকে গুলি আততায়ীর

শনিবার মন্টেরে পার্ক শহরে চিনা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হানা দেন বন্দুকবাজ। এলোপাথাড়ি গুলি চালানো হয় অনুষ্ঠানের মাঝে। ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। জখমও হয়েছেন অনেকে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ ০৭:৫৯
ক্যালিফোর্নিয়ার মন্টেরে পার্কে বন্দুকবাজের হামলার ঘটনার প্রধান অভিযুক্ত আত্মঘাতী।

ক্যালিফোর্নিয়ার মন্টেরে পার্কে বন্দুকবাজের হামলার ঘটনার প্রধান অভিযুক্ত আত্মঘাতী। ছবি: সংগৃহীত।

আমেরিকার ক্যালিফোর্নিয়ার মন্টেরে পার্কে বন্দুকবাজের হামলার ঘটনার প্রধান অভিযুক্ত আত্মঘাতী। পুলিশ জানিয়েছে, গুলি চালানোর পর তিনি যখন পালিয়ে যাচ্ছিলেন, তখন তাঁকে ঘিরে ফেলা হয় চারদিক থেকে। পালানোর রাস্তা নেই বুঝতে পেরে নিজের শরীরেই গুলি চালিয়ে দেন অভিযুক্ত। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

শনিবার মন্টেরে পার্ক শহরে চিনা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হানা দেন বন্দুকবাজ। এলোপাথাড়ি গুলি চালানো হয় অনুষ্ঠানের মাঝে। ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। জখমও হয়েছেন অনেকে।

Advertisement

লস অ্যাঞ্জেলস পুলিশ জানিয়েছে, ঘাতক বন্দুকবাজের নাম হু ক্যান ট্র্যান (৭২)। এই হামলার নেপথ্যে অন্য কারও হাত নেই বলেই মনে করা হচ্ছে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। কেন নববর্ষের অনুষ্ঠানে আচমকা গুলি চালালেন ৭২ বছর বয়সি বৃদ্ধ, কেন এত মানুষ মেরে শেষে নিজেও ঢলে পড়লেন মৃত্যুর কোলে, তা এখনও জানা যায়নি। এই হামলা সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করতে মরিয়া পুলিশ। তাঁরা খুঁটিয়ে তদন্ত চালাচ্ছে।

পুলিশ জানিয়েছে, হামলার পর একটি ভ্যানে চেপে পালাচ্ছিলেন অভিযুক্ত। সেই ভ্যানটির পিছু নেয় পুলিশ। তখনই ভ্যানের ভিতর থেকে গুলির শব্দ শোনা যায়। তার পর দেখা যায়, নিজের শরীর লক্ষ্য করে গুলি চালিয়েছেন বৃদ্ধ। তাঁর শরীরে একটি মাত্র গুলির ক্ষত পাওয়া গিয়েছে।

শনিবার ছিল চিনা নববর্ষ। সেই উপলক্ষে মন্টেরে পার্কে জড়ো হয়েছিল বহু মানুষ। অনুষ্ঠান চলাকালীন স্থানীয় সময় শনিবার রাত ১০টার পরে শোনা যায়, শহরে মেশিনগান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এক বন্দুকবাজ। এলোপাথাড়ি গুলিও চালাচ্ছেন। প্রাণভয়ে যে যেখানে পারছিলেন, ছুটে পালাচ্ছিলেন। বন্দুকবাজের গুলিতে যাঁরা আহত হয়েছিলেন, তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement
আরও পড়ুন