Israel-Hamas Conflict

ইজ়রায়েলি বিমান হামলায় গাজ়ায় নিহত ৫০ শিশু! পশ্চিম এশিয়ায় আরও সেনা পাঠাচ্ছে আমেরিকা

সংঘাতে এই আবহে পশ্চিম এশিয়ায় বাড়তি সেনা মোতায়েন করছে আমেরিকা। শনিবার পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১৪:৩০
Israel ‘massacres’ 84 in Gaza, US sends more troops to West Asia as tensions soar after Israel-Iran conflict

ইজ়রায়েলি হামলায় বিধ্বস্ত গাজ়া। ছবি: সংগৃহীত।

গাজ়ার ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান হামলা চালিয়ে ৫০ শিশু-সহ ৮৪ জন প্যালেস্টাইনি নাগরিককে খুন করল ইজ়রায়েলি ফৌজ। পশ্চিম এশিয়ায় সংবাদমাধ্যম আল জাজ়িরার দাবি, উত্তর গাজ়ার বসতি এলাকায় শনিবারের এই হামলায় দু’টি বহুতল-সহ বেশ কিছু আবাসিক এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে।

Advertisement

গাজ়ায় প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইজ়রায়েলি সেনার অভিযানে এখনও প্রায় সাড়ে ৪৩ হাজার সাধারণ প্যালেস্টাইনির মৃত্যু হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি। এর পাশাপাশি শুক্রবার রাত থেকে লেবাননে শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার বিভিন্ন ঠিকানাতেও বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজ়রায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

সংঘাতের এই আবহেই পশ্চিম এশিয়ার বাড়তি সেনা এবং সমরসম্ভার মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ‘‘ইরান এবং তার মিত্রেরা যদি অতর্কিতে হামলা চালায়, তা প্রতিরোধের উদ্দেশ্যেই এই পদক্ষেপ।’’ প্রসঙ্গত, গত ১ অক্টোবরের ইরান সেনা ইজ়রায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। তার জবাব দিতে গত ২৬ অক্টোবর ইরানের অন্তত ২০টি ‘সামরিক লক্ষ্যে’ বিমান হামলা চালায় আইডিএফ। এর পর থেকে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিম এশিয়ায়।

Advertisement
আরও পড়ুন