Israel-Hamas Conflict

গাজ়ার পার্লামেন্ট দখল করল ‘গোলান ব্রিগেড’, হামাসকে নির্মূল করার অঙ্গীকার ইজ়রায়েলের

গত ২৭ অক্টোবর ‘গ্রাউন্ড অপারেশন’ শুরুর পরে ইজ়রায়েলি সেনার এই সাফল্যের ‘প্রতীকী তাৎপর্য’ রয়েছে বলে সামরিক পর্যবেক্ষক এবং কূটনীতিকদের একাংশ মনে করছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
গাজ়া শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ ১৭:৩১
হামাসের পার্লামেন্টে নেতানিয়াহুর সেনা।

হামাসের পার্লামেন্টে নেতানিয়াহুর সেনা। ছবি: রয়টার্স।

হামাস নিয়ন্ত্রিত গাজ়া ভূখণ্ডের পার্লামেন্ট ভবনের দখল নিল ইজ়রায়েলি সেনা। মঙ্গলবার ভোরে তীব্র লড়াইয়ের পর ওই ভবনটি দখল করা হয়েছে বলে ইজ়রায়েলি সেনার দাবি। ‘যুদ্ধজয়ের’ পরে ভবনের অন্দরে ইজ়রায়েলের পতাকা নিয়ে সেনার গোলান ব্রিগেডের সদস্যদের উল্লাসের ছবিও মঙ্গলবার প্রকাশ করেছে তেল আভিভ।

Advertisement

স্বশাসিত প্যালেস্টাইন কর্তৃপক্ষের নির্বাচনে দেড় দশক আগেই গাজ়ায় নিরঙ্কুশ প্রাধান্য প্রতিষ্ঠা করেছিল হামাস। পার্লামেন্ট ভবনটিও ছিল তাদেরই দখলে। গত ২৭ অক্টোবর ‘গ্রাউন্ড অপারেশন’ শুরুর পরে ইজ়রায়েলি সেনার এই সাফল্যের ‘প্রতীকী তাৎপর্য’ রয়েছে বলে সামরিক পর্যবেক্ষক এবং কূটনীতিকদের একাংশের অনুমান। অন্য দিকে, রাষ্ট্রপুঞ্জের তরফে জানানো হয়েছে, গত ৪০ দিনের সংঘর্ষে গাজ়ায় তাদের ১০১ জন কর্মী নিহত হয়েছেন।

ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঙ্গলবার সেনার এই সাফল্যে খুশি প্রকাশ করে বলেছেন, ‘‘হামাসকে পুরোপুরি উৎখাত না করা পর্যন্ত গাজ়ায় অভিযান চলবে।’’ অন্য দিকে, ইজ়রায়েল সেনার মুখপাত্র দানিয়েল হাগারির হুঁশিয়ারি, ‘আমরা গাজ়াকে দ্রুত হামাসমুক্ত করব।’’ সোমবার ইজ়রায়েলি সেনার দখল করা আল-রানতিসি হাসপাতালে ভূগর্ভস্থ ঘর থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে দাবি করে তিনি বলেন, ‘‘গত ৭ অক্টোবর ইজ়রায়েলে হামলা চালাতে হামাস জঙ্গিরা ওই সব সরঞ্জাম ব্যবহার করেছিল।’’

Advertisement
আরও পড়ুন