Donald Trump

মাস্কের সংস্থা টেসলার গাড়িতে হামলা করলে ২০ বছর পর্যন্ত জেল খাটতে হতে পারে, ঘোষণা ট্রাম্পের

গত কয়েক দিন ধরেই আমেরিকায় টেসলার গাড়ি রয়েছে এমন দোকানে, চার্জিং স্টেশনে হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার লাস ভ‌েগাসে টেসলার দাঁড়িয়ে থাকা পাঁচটি গাড়িতে আগুন ধরে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৬:০২
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল ছবি।

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সংস্থা টেসলার গাড়িতে হামলা চালালে সর্বোচ্চ সাজা হিসাবে ২০ বছর পর্যন্ত জেল খাটতে হতে পারে! সমাজমাধ্যমে এমনই জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি লেখেন, “যাঁরা টেসলার গাড়ি নষ্ট করবেন, তাঁদের ২০ বছরের জন্য জেলে যাওয়ার খুব ভাল সুযোগ রয়েছে। এঁদের মধ্যে আর্থিক মদতদারাও রয়েছেন।”

Advertisement

গত কয়েক দিন ধরেই আমেরিকায় টেসলার গাড়ি রয়েছে এমন দোকানে, চার্জিং স্টেশনে হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার লাস ভ‌েগাসে টেসলার দাঁড়িয়ে থাকা পাঁচটি গাড়িতে আগুন ধরে যায়। এটিকে নিছক দুর্ঘটনা বলে মানতে নারাজ পুলিশ।

প্রসঙ্গত, টেসলা বিশ্বের বৈদ্যুতিক গাড়ি নির্মাণে প্রথম সারির একটি সংস্থা। আর এই সংস্থার মালিক মাস্ক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ শিল্পপতি হিসাবেই পরিচিত। দ্বিতীয় বার ক্ষমতায় এসেই ট্রাম্প মাস্ককে আমেরিকার দক্ষতা বিষয়ক দফতরের মাথায় বসিয়েছেন। ইতিমধ্যেই সেই দফতরের একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ঘটনাচক্রে, মাস্ক ওই প্রশাসনিক পদে বসার পরেই টেসলার গাড়ি বা দোকান লক্ষ্য করে হামলার ঘটনা বেড়েছে। এ বার এই বিষয়ে মুখ খুলে ট্রাম্প অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার হুঁশিয়ারি দিলেন।

Advertisement
আরও পড়ুন