Elephant Attack

পর্যটকবোঝাই গাড়িকে শূন্যে তুলে আছড়ে ফেলল হাতি, শিউরে ওঠা ভিডিয়ো প্রকাশ্যে

এবিসি নিউজ়-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার দক্ষিণ আফ্রিকার পিলানেসবার্গ জাতীয় উদ্যানে ঘটনাটি ঘটেছে। ২২ জন পর্যটককে নিয়ে গাড়িটি জাতীয় উদ্যানে ঘুরছিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৪ ১৭:৫৪
গাড়িটিতে শূন্যে তুলে ফেলেছে হাতি। ছবি: এক্স।

গাড়িটিতে শূন্যে তুলে ফেলেছে হাতি। ছবি: এক্স।

জঙ্গল সাফারির সময় আচমকাই একটি হাতির হামলার মুখে পড়ে পর্যটকবোঝাই একটি গাড়ি। সেটিকে শুঁড়ে তুলে মাটিতে আছড়ে ফেলে। তখন পর্যটকেরা আতঙ্কে পরিত্রাহি চিৎকার করছিলেন। গাড়িটিকে উল্টে ফেলে দেওয়ার চেষ্টাও করে হাতিটি। তার পর আবার জঙ্গলে চলে যায় সেটি।

Advertisement

এবিসি নিউজ়-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার দক্ষিণ আফ্রিকার পিলানেসবার্গ জাতীয় উদ্যানে ঘটনাটি ঘটেছে। ২২ জন পর্যটককে নিয়ে গা়ড়িটি জাতীয় উদ্যানে ঘুরছিল। সেই সময় আচমকাই জঙ্গল থেকে একটি দাঁতাল বেরিয়ে আসে। হাতিটিকে তাড়ানোর চেষ্টা করেন গাড়িচালক। জোরে জোরে শব্দ করেন, যাতে হাতিটি ভয় পেয়ে জঙ্গলে চলে যায়। কিন্তু হাতিটি তাতে আরও খেপে যায়। তার পরই গাড়ির সামনের অংশ শুঁড়ে তুলে আছড়ে ফেলে।

সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। জাতীয় উদ্যানের এক আধিকারিক জানিয়েছেন, হাতিটি আচমকা হামলা চালায়নি। জঙ্গলে হাতিটিকে দেখে পর্যটকরা কৌতূহলী হয়ে পড়েন। ছবি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। গাড়ি থেকেই তাঁরা ছবি তুলছিলেন এবং হাতিটিকে দেখে চিৎকার করছিলেন। আর তাতেই হাতিটি খেপে যায়। তখনই সেটি তেড়ে আসে। গাড়ি পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। কিন্তু তার পরেও হাতিটি তেড়ে আসে। তার পর শূন্যে তুলে দেয় গাড়ির সামনের অংশ। দু’বার একই ভাবে গাড়িটিকে শূন্যে তুলে মাটিতে আছড়ে ফেলে। যদিও এই ঘটনায় কোনও পর্যটক আহত হননি বলে জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছেন।

Advertisement
আরও পড়ুন