Pam Bondi

‘অর্ধেক আকাশে’ আবার ভরসা ট্রাম্পের, আমেরিকার অ্যাটর্নি জেনারেল পদে বেছে নিলেন পাম বন্ডিকে

এর আগে ট্রাম্প তাঁর প্রচার পরামর্শদাত্রী সুসি ওয়াইলসকে হোয়াইট হাউসের ‘চিফ অফ স্টাফ’ পদে এবং ক্যারোলিন লেভিটকে হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি পদে নিয়োগ করেছিলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১২:২৫
(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প। পাম বন্ডি (ডান দিকে)।

(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প। পাম বন্ডি (ডান দিকে)। —ফাইল চিত্র।

আমেরিকার পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসাবে পাম বন্ডিকে বেছে নিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান নেতা এর আগে ওই পদে তাঁর ঘনিষ্ঠ ম্যাট গেটজ়কে মনোনীত করেছিলেন। কিন্তু যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত ম্যাটের বিরুদ্ধে নিজের দলের অন্দরেই বিরোধিতা শুরু হওয়ার অবস্থান বদলালেন তিনি।

Advertisement

বন্ডি এর আগে ট্রাম্পের প্রদেশ ফ্লরিডার অ্যাটর্নি জেনারেল পদে ছিলেন। প্রসঙ্গত, ডোমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিসকে পরাস্ত করে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে ট্রাম্প প্রথম নিয়োগ করেছিলেন এক মহিলাকে। তাঁর প্রচার পরামর্শদাত্রী সুসি ওয়াইলসকে হোয়াইট হাউসের ‘চিফ অফ স্টাফ’ পদে। এর পরে গত ১৬ নভেম্বর ২৭ বছরের ক্যারোলিন লেভিটকে হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি পদে নিয়োগের কথা ঘোষণা করেছিলেন তিনি।

খ্যাতনামা আইনজীবী বন্ডি ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত ফ্লরিডার শীর্ষ আইন কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ট্রাম্পের প্রথম দফার প্রেসিডেন্ট পর্বে আমেরিকার মাদক এবং ওষুধের অপব্যবহার নিয়ন্ত্রণ সংক্রান্ত কমিশনের দায়িত্বে ছিলেন। বন্ডি সম্প্রতি নীতিনির্ধারক সংস্থা ‘থিঙ্কট্যাঙ্ক আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট’-এর আইনি শাখার নেতৃত্ব পর্যায়ে দায়িত্ব পালন করেন। এই থিঙ্কট্যাঙ্কের কর্মীরা ট্রাম্পের পরবর্তী প্রশাসনের নীতিনির্ধারণে সহায়তা করছেন।

Advertisement
আরও পড়ুন