Karoline Leavitt and Steven Cheung

হোয়াইট হাউসে ট্রাম্পের নতুন টিমে ২৭ বছরের ক্যারোলিন! ঠাঁই পেলেন অভিজ্ঞ প্রচারক স্টিভেনও

আমেরিকার ইতিহাসে ক্যারোলিন লেভিট হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হওয়ার নজির গড়লেন। গত সপ্তাহে সুসি ওয়াইলসকে ‘চিফ অফ স্টাফ’ নিয়োগ করেছেন ট্রাম্প। ওই পদে তিনি প্রথম মহিলা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৩:১১

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

প্রেসিডেন্ট ভোটে জেতার পরেই প্রথম নিয়োগ করেছিলেন হোয়াইট হাউসের ‘চিফ অফ স্টাফ’ পদে। এ বার ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস সচিব (প্রেস সেক্রেটারি) এবং যোগাযোগ অধিকর্তা (কমিউনিকেশন ডিরেক্টর) পদে তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগীর নাম ঘোষণা করলেন।

Advertisement

আমেরিকার পরবর্তী প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, ২৭ বছরের ক্যারোলিন লেভিট হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হচ্ছেন। কমিউনিকেশন ডিরেক্টর পদের দায়িত্ব নেবেন ট্রাম্পের পুরনো সহযোগী স্টিভেন শিউং। প্রেসিডেন্ট ভোটের প্রচারপর্বে ক্যারোলিন ছিলেন টিম ট্রাম্পের মুখপাত্র। স্টিভেন ২০১৬-র প্রেসিডেন্ট ভোটপর্ব থেকেই ট্রাম্পের সঙ্গী। তাঁদের পাশাপাশি ট্রাম্প শুক্রবার রাতে তাঁর আর এক ঘনিষ্ঠ, সার্জিও গোরকে প্রেসিডেন্টের কর্মিবর্গ দফতরের অধিকর্তা পদে নিয়োগের কথা ঘোষণা করেছেন।

বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘‘‘ক্যারোলিন এক জন দক্ষ ও দৃঢ়চেতা মানুষ। শিউং এবং গোর ২০১৬ সাল থেকে আমার বিশ্বস্ত উপদেষ্টা।’’ প্রসঙ্গত, আমেরিকার ইতিহাসে ক্যারোলিন হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হওয়ার নজির গড়লেন। এর আগে গত শনিবার ট্রাম্প তাঁর প্রচার পরামর্শদাত্রী সুসি ওয়াইলসকে ‘চিফ অফ স্টাফ’ নিয়োগ করেছিলেন। সুসি ওই পদে প্রথম মহিলা হিসাবে দায়িত্ব নেওয়ার ইতিহাস গড়েছেন। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প আনুষ্ঠানিক ভাবে হোয়াইট হাউসে অধিষ্ঠিত হলে কাজ শুরু করবেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন