গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত প্রসূতি মামনি রুইদাসের শিশুসন্তান এখন বিপন্মুক্ত। বুধবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনও চিকিৎসাধীন অসুস্থ প্রসূতি রেখা সাউয়ের সন্তান। হাসপাতাল সূত্রে খবর, সে পুরোপুরি সুস্থ নয়। বিপদ এখনও কাটেনি।
সম্প্রতি সিজ়ারের পর পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়েছিলেন মেদিনীপুর মেডিক্যালে। তাঁদের মধ্যে মামনির মৃত্যু হয় গত শুক্রবার। বাকিদের অবস্থারও অবনতি হয়। তাঁদের কয়েক জনকে চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। রেখার চিকিৎসা অবশ্য মেদিনীপুর মেডিক্যালেই চলছিল। অভিযোগ, প্রসূতিদের ‘রিঙ্গার্স ল্যাকটেট’ স্যালাইন এবং ‘অক্সিটোসিন’ নামে এক ধরনের ওষুধ দেওয়া হয়েছিল। তার পরেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। প্রসূতিদের নিম্নমানের স্যালাইন দেওয়ার অভিযোগ নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড়, তার মধ্যে গত শনিবার অসুস্থ হয়ে পড়ে মামনি এবং রেখার সদ্যোজাত।
বুধবার চিকিৎসকেরা জানিয়েছেন, মামনির সন্তান এখন পুরোপুরি সুস্থ। সন্ধ্যায় তাকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে। মামনির স্বামী দেবাশিস রুইদাসও বলেন, ‘‘জন্ডিস হয়েছিল। এখন বিপদমুক্ত। এ বার বাড়িতেই সেরে যাবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।’’ অন্য দিকে, রেখার সন্তানের শারীরিক অবস্থার খানিক উন্নতি হয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে। রেখার স্বামী সন্তোষ সাউ বলেন, ‘‘সন্তান কেমন আছে, দু’দিন ধরে ঠিক ভাবে জানতে পারিনি। আজ ডাক্তারবাবুরা জানিয়েছেন, কিডনির সমস্যাটা দূর হয়েছে। বাচ্চা এখনও প্রস্রাব করছে। তবে বিপদ এখনও কাটেনি।’’
তবে রেখা এখন ভাল আছেন বলেই জানিয়েছেন সন্তোষ। তিনি বলেন, ‘‘স্ত্রী ভাল আছে। মঙ্গলবারই ছুটি হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু জ্বর এসে যাওয়ায় ছুটি হয়নি।’’