Gautam Adani in bribery case

আদানি ঘুষকাণ্ড প্রসঙ্গে এ বার প্রতিক্রিয়া জানাল হোয়াইট হাউস, কী বলল জো বাইডেনের দফতর

সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারতের ‘সরকারি আধিকারিকদের’ (যাঁর মধ্যে নেতা-মন্ত্রীরাও রয়েছেন) ২৬.৫ কোটি ডলার (প্রায় ২২৩৭ কোটি টাকা) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে আদানিদের বিরুদ্ধে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১০:০২
(বাঁ দিকে) গৌতম আদানি,  জো বাইডেন (ডান দিকে)।

(বাঁ দিকে) গৌতম আদানি, জো বাইডেন (ডান দিকে)। —ফাইল চিত্র।

শিল্পপতি গৌতম আদানি এবং তাঁর ঘনিষ্ঠ ছ’জনের বিরুদ্ধে আমেরিকার আদালতে ঘুষ দেওয়ার অভিযোগের মামলা দায়েরের ঘটনা নিয়ে এ বার প্রতিক্রিয়া জানাল হোয়াইট হাউস। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের দফতরের তরফে আশা প্রকাশ করা হয়েছে, এই ঘটনায় নয়াদিল্লি-ওয়াশিংটন নিবিড় সম্পর্কের উপর কোনও প্রভাব পড়বে না।

Advertisement

হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিনান পিয়ের সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘‘আমরা মনে করি ভারত-আমেরিকা দৃঢ় সম্পর্ক সমস্যা সমাধানের দিশানির্দেশক হবে।’’ আমেরিকার তদন্তকারী সংস্থা এবং বিচার বিভাগকে আদানিদের বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ পেশ করতে হবে জানিয়ে পিয়েরের মন্তব্য, ‘‘আমরাও বিষয়টি সম্পর্কে সচেতন।’’

কয়েকটি রাজ্যের সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারতের ‘সরকারি আধিকারিকদের’ (যাঁর মধ্যে নেতা-মন্ত্রীরাও রয়েছেন) ২৬.৫ কোটি ডলার (প্রায় ২২৩৭ কোটি টাকা) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ’ শিল্পপতি আদানির বিরুদ্ধে। সংশ্লিষ্ট রাজ্যের বিদ্যুৎ নিগমের আধিকারিকদের ওই ঘুষ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। গৌতম, তাঁর ভাইপো সাগর-সহ মোট সাত জনের বিরুদ্ধে আমেরিকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মোট পাঁচটি ফৌজদারি এবং দেওয়ানি মামলা দায়ের করেছে। আমেরিকার কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, ইতিমধ্যেই গৌতম এবং সাগরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

কিন্তু ভারতে সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারতীয় নেতা-মন্ত্রী-আধিকারিকদের ঘুষ দেওয়ার অভিযোগে আদানিদের বিরুদ্ধে কেন আমেরিকায় মামলা হল? কারণ হল, ‘আদানি গ্রিন এনার্জি’ আমেরিকার শেয়ার বাজারে বিনিয়োগকারীদের থেকে অর্থ সংগ্রহ করেছে। সে দেশ থেকে অর্থ সংগ্রহ করলে তারা আমেরিকার আইন মেনে চলতে বাধ্য। এ ক্ষেত্রে তারা ঘুষের টাকা আমেরিকার বাজার থেকে সংগ্রহ করেছে বলে অভিযোগ। যা পুরোপুরি বেআইনি। ফলে মামলার মুখে পড়েছেন তারা।

Advertisement
আরও পড়ুন