Donald Trump

‘নারীরা পুরুষের তুলনায় বেশি বুদ্ধিমান!’ ডোনাল্ড ট্রাম্পের ব্যাখ্যায় হাসির রোল

ট্রাম্প সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে রয়েছেন মহিলারা। যেমন প্রেস সেক্রেটারি ক্যারোনিল লিভিট, অ্যার্টনি জেনারেল পাম বন্ডি, চিফ অফ স্টাফ সুসি ওয়াইলস।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১২:০৯
Donald Trump gave his definition on woman

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

নারী কী? সাংবাদিকের প্রশ্নে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তর হাসির উদ্বেল তৈরি করল। শুধু তা-ই নয়, নারী-পুরুষের মধ্যে টানা সমাজের টানা ভেদ নিয়েও কথা বলেন তিনি।

Advertisement

নিউ জার্সিতে মার্কিন আইনজীবী আলিনা হাব্বার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ট্রাম্প। সেখানে এক সাংবাদিক নারীদের সম্পর্কে জানতে চান। তাঁর আরও প্রশ্ন ছিল, ‘‘পুরুষ এবং নারীর মধ্যে পার্থক্য বোঝা কেন গুরুত্বপূর্ণ?’’ সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘‘মহিলা এমন এক জন, যিনি নির্দিষ্ট পরিস্থিতিতে সন্তান ধারণ করতে পারেন। তিনি পুরুষের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান।’’ এখানেই থেমে থাকেননি ট্রাম্প। তাঁর সংযোজন, ‘‘এক জন মহিলা পুরুষকে সাফল্যের সুযোগও দেন না!’’ নারী সম্পর্কে ট্রাম্পের এই ব্যাখ্যা শুনে হাসির রোল ওঠে সাংবাদিক এবং উপস্থিত সকলের মধ্যে।

উল্লেখ্য, ট্রাম্প সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে রয়েছেন মহিলারা। যেমন প্রেস সেক্রেটারি ক্যারোনিল লিভিট, অ্যার্টনি জেনারেল পাম বন্ডি, চিফ অফ স্টাফ সুসি ওয়াইলস। ট্রাম্পকে প্রায়ই দেখা যায়, প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে মহিলাদের নিয়োগকে প্রাধান্য দিতে। সেই রেশ ধরেই ট্রাম্পের কাছে নারীদের সম্পর্কে জানতে চাওয়া হয়।

আমেরিকায় মহিলাদের খেলাধূলায় রূপান্তরকামীদের নিষিদ্ধ করার ঘোষণা করেছিল ট্রাম্প প্রশাসন। নিউ জার্সির সাংবাদিক সম্মেলনে সেই প্রসঙ্গও তোলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, ‘‘মহিলাদের বিষয়ে অনেক ক্ষেত্রেই অন্যায্য আচরণ করা হয়েছে। পুরুষেরা (রূপান্তরকামী খেলোয়াড়) মহিলাদের খেলাধুলা সংক্রান্ত প্রতিযোগিতায় অংশ নিতে পারেন, সেটা কেবল হাস্যকরই নয়, বরং অন্যায্য। যা মহিলাদের প্রতি অসম্মান এবং অবমাননা করা।

উল্লেখ্য, গত মাসেই একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। সেই আদেশে স্পষ্ট করেন, এখন থেকে রূপান্তরকামী খেলোয়াড়েরা আর অংশগ্রহণ করতে পারবেন না মেয়েদের খেলায়! প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই ট্রাম্প স্পষ্ট করে দিয়েছিলেন যে, আমেরিকায় এ বার থেকে সরকারি খাতায় দু’টিই লিঙ্গ থাকবে— পুরুষ এবং স্ত্রী। এর বাইরে আর কোনও লিঙ্গপরিচয়কে স্বীকৃতি দেওয়া হবে না তাঁর জমানায়!

Advertisement
আরও পড়ুন