Bangladesh

১০০ টাকায় মিলবে অফুরন্ত আইসক্রিম! কথার খেলাপ হতেই উত্তপ্ত পরিস্থিতি ঢাকার অভিজাত হোটেলে

দুপুর ১টা নাগাদ অফারের আইসক্রিম শেষ হয়ে যায়। বাইরে তখনও বহু মানুষের ভিড়। বেলা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে অপেক্ষারত ক্রেতাদের ক্ষোভ বাড়তে থাকে। শেষমেশ হোটেলের কর্মচারীদের সঙ্গে শুরু হয় বচসা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ২২:৫১

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

অভিজাত হোটেলে চলছিল লোভনীয় অফার। বলা হয়েছিল, মাত্র ১০০ টাকাতেই মিলবে অফুরন্ত আইসক্রিম! কিন্তু কথার খেলাপ হতেই অন্য মোড় নিল পরিস্থিতি। হোটেল কর্তৃপক্ষের সঙ্গে রীতিমতো সংঘর্ষে জড়িয়ে পড়লেন এক দল পড়ুয়া। শনিবার দুপুরে বাংলাদেশের ঢাকায় ঘটনাটি ঘটেছে।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঢাকা শহরের অভিজাত হোটেল ‘লা মেরিডিয়ানে’ ১০০ টাকায় ‘আনলিমিটেড’ আইসক্রিমের ওই অফার দেওয়া হয়েছিল। সেই মতো শনিবার দুপুর থেকে হোটেলের সামনে ভিড় জমাতে শুরু করেন আইসক্রিমপ্রেমীরা। কিন্তু দুপুর ১টা নাগাদ অফারের আইসক্রিম শেষ হয়ে যায়। বাইরে তখনও বহু মানুষের ভিড়। বেলা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে অপেক্ষারত ক্রেতাদের ক্ষোভ বাড়তে থাকে। এক পর্যায়ে হোটেলের কর্মচারীদের সঙ্গে বচসা শুরু হয় জনতার। শেষমেশ তা গড়ায় হাতাহাতিতে। এক দল শিক্ষার্থী হোটেলের নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়েন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনায় দু’জন আহত হয়েছেন। তবে এখনও পর্যন্ত আহতদের নাম পরিচয় জানা যায়নি।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত ওসি মহম্মদ আজহারুল ইসলাম বলেন, ‘‘লা মেরিডিয়ান ১০০ টাকায় আনলিমিটেড আইসক্রিম খাওয়ার একটি অফার দিচ্ছিল। ফলে দুপুর থেকে আইসক্রিমপ্রেমীরা হোটেলের সামনে জড়ো হতে শুরু করেন। কিন্তু দুপুর ১টার পরেই সব আইসক্রিম শেষ হয়ে যায়। তখনও অনেক ক্রেতা আইসক্রিম পাননি। এ নিয়ে একদল শিক্ষার্থীর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান হোটেল কর্তৃপক্ষ। পরে সেই বচসা সংঘর্ষের আকার নেয়।’’ অভিযোগ, হোটেলের নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে থাকেন এক দল শিক্ষার্থী। খবর পেয়ে স্থানীয় পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্রেতা এবং হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টির সুরাহা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন