Crude Oil

অশোধিত তেলের দাম ফের ৮০ ডলার

অশোধিত তেল ফের মাথা তোলার আগে দেশে জ্বালানির খরচ কিছুটা কমানোর দাবিও ওঠে। এ বার আশঙ্কা মিলিয়েই অশোধিত তেল ব্রেন্ট ক্রুডের ব্যারেল পিছু দাম আবার প্রায় ৮০ ডলারে পৌঁছে গেল।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ০৭:৪৬
প্রশ্ন উঠেছে, এর ফলে কি দেশে পেট্রল-ডিজ়েলের দাম কমার সম্ভাবনা আপাতত পুরোপুরি উধাও হল?

প্রশ্ন উঠেছে, এর ফলে কি দেশে পেট্রল-ডিজ়েলের দাম কমার সম্ভাবনা আপাতত পুরোপুরি উধাও হল? —প্রতীকী চিত্র।

বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কিছু দিন আগেও ঘোরাফেরা করছিল ব্যারেল পিছু ৭১-৭৪ ডলারে। এর সুযোগ নিয়ে দ্রুত দেশে পেট্রল-ডিজ়েলের দাম কমানোর সওয়াল করছিল সংশ্লিষ্ট মহল। বিশেষজ্ঞদের একাংশেরও পরামর্শ ছিল, পরিবহণ জ্বালানির দাম কমলে মূল্যবৃদ্ধি আরও একটু মাথা নামানোর জায়গা পাবে। অশোধিত তেল ফের মাথা তোলার আগে দেশে জ্বালানির খরচ কিছুটা কমানোর দাবিও ওঠে। এ বার আশঙ্কা মিলিয়েই অশোধিত তেল ব্রেন্ট ক্রুডের ব্যারেল পিছু দাম আবার প্রায় ৮০ ডলারে পৌঁছে গেল। প্রশ্ন উঠেছে, এর ফলে কি দেশে পেট্রল-ডিজ়েলের দাম কমার সম্ভাবনা আপাতত পুরোপুরি উধাও হল? একাংশ চিন্তিত আগামী দিনে উল্টে দাম বৃদ্ধির আশঙ্কা নিয়ে।

Advertisement

অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরী বলেন, “সাধারণত শীতকালে বিশ্ব বাজারে অশোধিত তেলের চাহিদা বাড়ে এবং তার সঙ্গে সঙ্গে বাড়ে দামও। তার জেরে দেশের খুচরো বাজারে জ্বালানির দাম এখনই বাড়বে বলে মনে হয় না। তা ছাড়া আমাদের দেশে তো সব কিছু রাজনৈতিক হিসেব মেনে চলে। সামনে বাজেট এবং দিল্লির লোকসভা নির্বাচন। সেই কারণেও দাম বাড়ার আশঙ্কা আপাতত কম। তবে বিদেশ থেকে তেল আমদানির খরচ চড়ে গেলে আজ না হোক, কিছু দিন বাদে খুচরো বাজারে তেলের দাম বৃদ্ধির ঝুঁকি থেকেই যায়।”

সংশ্লিষ্ট মহলের দাবি, বেশ কিছু দিন ধরেই কেন্দ্রের কাছে তেলের উৎপাদন শুল্ক কমানোর দাবি জোরালো হচ্ছে। বিরোধী শিবির তো তা তুলছেই। বাজেট প্রস্তাবেও শিল্পমহলের একাংশ এই পরামর্শ দিয়েছে। লক্ষ্য একটাই, অন্তত শুল্ক কমিয়ে জ্বালানির দর কমানোর ব্যবস্থা করা। তাতে সাধারণ মানুষ আর্থিক ভাবে উপকৃত হবেন। তাঁদের খরচ কিছুটা কমলে বাজারে চাহিদা চাঙ্গা হতে পারে।

Advertisement
আরও পড়ুন