(বাঁ দিকে) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (ডান দিকে)। —ফাইল চিত্র।
অবিলম্বে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র কাছে সীমান্তে গুলি চালানো বন্ধ করার জন্য হুঁশিয়ারি দিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বলেন, ‘‘আমরা সব সময় সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলেছি এবং আমরা মনে করি, ভারতের অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা উচিত।’’
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উদ্দেশে এ বিষয়ে তৎপর হওয়ারও দাবি তোলেন ফখরুল। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গত কয়েক বছর ধরেই অসুস্থ। তাঁর ছেলে তথা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক দীর্ঘ দিনই বিদেশে। এই পরিস্থিতিতে মহাসচিব ফখরুলের হাতে এখন কার্যত বিএনপি পরিচালনার দায়িত্ব। গত ৫ আগস্ট শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদে ইস্তফা এবং ঢাকা ছেড়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পরে প্রথম বার বাংলাদেশের কোনও রাজনৈতিক দল হিসাবে ঢাকায় ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছিল বিএনপি। সেই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ফখরুল।
সে সময় ফখরুল জানিয়েছিলেন, পরিবর্তিত পরিস্থিতিতে ভারত-বাংলাদেশের সম্পর্ক কী ভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায় সে বিষয়ে আলোচনা করার উদ্দেশ্যে তাঁরা আলোচনা করেছেন। কিন্তু ওই বৈঠকের পর থেকেই ধীরে ধীরে ভারত বিরোধী সুর চড়াচ্ছেন তিনি। আওয়ামী লীগ নেত্রী হাসিনার ভারতে আশ্রয় নেওয়া নিয়ে খোঁচা দিয়ে বিএনপি মহাসচিব নভেম্বরে বলেন, ‘‘আমাদের মাথার উপরে বিপদ আছে। ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করছেন।’’ সেই সঙ্গে নয়াদিল্লির বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী প্রচারে মদত দেওয়ারও অভিযোগ তুলেছিলেন তিনি।