Russia-Ukraine War

প্রত্যাঘাত ইউক্রেনের, এ বার রাশিয়ার মাটিতে ড্রোন হামলা! মহিলা, শিশু-সহ নিহত পাঁচ জন

রুশ প্রদেশ কুরস্কের গভর্নর অ্যালেক্সি স্মাইরভ শনিবার জানিয়েছেন, শুক্রবার রাত থেকেই ইউক্রেন সেনা ধারাবাহিক ভাবে ড্রোন হামলা শুরু করে। তাতেই পাঁচ জনের মৃত্যু হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ১৩:২২
ড্রোন হামলায় বিধ্বস্ত জনপদ।

ড্রোন হামলায় বিধ্বস্ত জনপদ। ছবি: রয়টার্স।

রাশিয়ায় ভূখণ্ডে আবার আকাশপথে হামলা চালাল ইউক্রেন। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা ‘তাস’ জানিয়েছে, কুরস্ক সীমান্তবর্তী এলাকায় ইউক্রেন সেনার ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।

Advertisement

রুশ প্রদেশ কুরস্কের গভর্নর অ্যালেক্সি স্মাইরভ শনিবার জানিয়েছেন, শুক্রবার রাত থেকেই ইউক্রেন সেনা ধারাবাহিক ভাবে ড্রোন হামলা শুরু করে। তাতেই এক মহিলা, দুই শিশু-সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাঁর অভিযোগ, ‘সামরিক লক্ষ্যবস্তুর’ বদলে ইউক্রেন সেনা বেছে বেছে জনবসতির উপরে হামলা চালাচ্ছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের কথা ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরে গত আড়াই বছরে দু’দেশের সামরিক সংঘাতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। লক্ষ লক্ষ মানুষ ঘর-ছাড়া। ইউক্রেনের তরফেই হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। ক্ষেপণাস্ত্র হামলায় তছনছ হয়ে গিয়েছে ইউক্রেনের অজস্র ছবির মতো সাজানো শহর। প্রাথমিক ভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির বাহিনী ‘আত্মরক্ষার লড়াই’ চালালেও গত কয়েক মাসে মূল রুশ ভূখণ্ডে প্রতিআক্রমণ শুরু করেছে তারা।

আরও পড়ুন
Advertisement