Timur Ivanov

ইউক্রেন যুদ্ধে দুর্নীতির অভিযোগ, গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী! পুতিনের নির্দেশেই?

২০১৬ সালে রুশ প্রতিরক্ষা মন্ত্রকে তিমুর ইভানভকে এনেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে দেশের প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর প্রধান সহকারীর ভূমিকায় ছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৪ ১৭:৫৮
বাঁ দিক থেকে, ভ্লাদিমির পুতিন এবং তিমুর ইভানভ।

বাঁ দিক থেকে, ভ্লাদিমির পুতিন এবং তিমুর ইভানভ। — ফাইল চিত্র।

দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হল রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভকে। বুধবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের তরফে এ কথা জানানো হয়েছে। মস্কোর সামরিক আদালতে তাঁর বিচারও শুরু হয়েছে বলে ওই বিবৃতি জানাচ্ছে। রাশিয়ার আইন অনুযায়ী দোষ প্রমাণিত হলে তাঁর ১৫ বছর পর্যন্ত জেলের সাজা হতে পারে।

Advertisement

রুশ দুর্নীতিদমন বিভাগ (এসিএফ)-এর তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সামরিক পরিকাঠামো নির্মাণ সংক্রান্ত বরাত বণ্টনের ক্ষেত্রে ঘুষ নেওয়ার অভিযোগেই ইভানভের বিরুদ্ধে এই পদক্ষেপ। যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেন সীমান্তবর্তী এলাকা এবং দখলিকৃত অঞ্চলে সামরিক পরিকাঠামো নির্মাণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন পুতিনের ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত এই নেতা। মঙ্গলবার গভীর রাতে রুশ গোয়েন্দা বিভাগ ‘ফেডেরাল সিকিউরিটি সার্ভিস’ (এফএসবি) তাঁকে গ্রেফতার করে।

২০১৬ সালে রুশ প্রতিরক্ষা মন্ত্রকে ইভানভকে এনেছিলেন পুতিন। সে দেশের প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর প্রধান সহকারীর ভূমিকায় ছিলেন তিনি। কয়েকটি পশ্চিমী সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ২০২২ সালে ইউক্রেনের বন্দর শহর মারিয়ুপোল দখলের পরে সেখানে সামরিক পরিকাঠামো নির্মাণে বিপুল লগ্নি করেছিল রাশিয়া। সে সময় ইভানভ ঘুষের বিনিময়ে বাছাই করা কয়েকটি সংস্থাকে বরাত পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ।

Advertisement
আরও পড়ুন