(বাঁ দিকে) মুহাম্মদ ইউনূস। সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ (ডান দিকে)। — ফাইল চিত্র।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ প্রয়াত। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার হাসপাতালে মৃত্যু হয়েছে আরিফের। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে মৃত্যু হয়েছে ভূমি দফতরে এই উপদেষ্টার। আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন কলকাতা হাই কোর্টে।
৮ অগস্ট বাংলাদেশে অন্তর্বর্তী সরকার তৈরি হয়। নেতৃত্বে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। সে সময় গ্রাম উন্নয়ন, সমবায় এবং ভূমি মন্ত্রকের দায়িত্ব পান আরিফ। পরে সড়ক এবং অসামরিক পরিবহণ এবং পর্যটন মন্ত্রকের উপদেষ্টার দায়িত্বও দেওয়া হয়।
পেশায় আইনজীবী ছিলেন আরিফ। বাংলাদেশের সুপ্রিম কোর্টেও মামলা লড়েছেন। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের পদে ছিলেন তিনি। ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন। এ হেন আরিফের আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু হয়েছিল কলকাতা হাই কোর্টে। সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ বলছে, ১৯৬৭ সালে কলকাতা হাই কোর্টে প্র্যাকটিস শুরু করেছিলেন তিনি। ১৯৭০ সালে ঢাকায় চলে যান। সেখানে হাই কোর্টে কাজ শুরু করেন আরিফ। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।