Pakistan Army

সন্ত্রাসদমন অভিযান পাকিস্তানে! খাইবার পাখতুনখোয়ায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে হত ৩০ জঙ্গি

পাক সেনা সূত্রে খবর, লক্কী মরওয়াত জেলায় সংঘর্ষে ১৮ জন জঙ্গির মৃত্যু হয়েছে। করকে নিহত হয়েছে আট জঙ্গি। খাইবার জেলায় নিহত হয়েছে চার জঙ্গি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৪:১৩
খাইবার পাখতুনখোয়ায় পাক সেনার অভিযান। প্রতিনিধিত্বমূলক ছবি।

খাইবার পাখতুনখোয়ায় পাক সেনার অভিযান। প্রতিনিধিত্বমূলক ছবি।

খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসদমন অভিযান চালাল পাকিস্তানের সেনা। আর এই অভিযানে ৩০ জঙ্গি নিহত হয়েছে বলে পাক সেনা সূত্রে খবর। স্থানীয় সাংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক দিন ধরেই ওই এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল পাক সেনা। লক্কী মরওয়াত, করক এবং খাইবার জেলায় তল্লাশি অভিযান চালানোর সময়েই জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ হয় বাহিনীর।

Advertisement

পাক সেনা সূত্রে খবর, লক্কী মরওয়াত জেলায় সংঘর্ষে ১৮ জন জঙ্গির মৃত্যু হয়েছে। করকে নিহত হয়েছে আট জঙ্গি। খাইবার জেলায় নিহত হয়েছে চার জঙ্গি। আরও বেশ কয়েক জন জঙ্গি আহত হয়েছে বলে জানা গিয়েছে। পাকিস্তান পুলিশ জানিয়েছে, গত কয়েক দিনের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে।

গত ১৭ জানুয়ারি থেকে খাইবার জেলায় অভিযান শুরু করে সেনা। সেই সময় তিরাহ এলাকায় পাঁচ জঙ্গির মৃত্যু হয় সেনা সঙ্গে সংঘর্ষে। গত কয়েক মাস ধরেই তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের গতি আরও বাড়িয়েছে পাক সেনা। সেই অভিযানে বেশ কিছু জঙ্গি নিহত হয়েছে বলে দাবি তাদের।

Advertisement
আরও পড়ুন