‘অশালীন’ পোশাক পরলে উঠতে দেওয়া হবে না! যাত্রীদের জন্য নির্দেশিকা আমেরিকার বিমান সংস্থার

বিমানে ওঠার জন্য যাত্রীদের পোশাকবিধি সংক্রান্ত বিমান সংস্থার এই ধরনের নির্দেশিকায় সমালোচনার ঝড় উঠেছে।

Advertisement
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৩:১৫
আমেরিকার  বিমান সংস্থা স্পিরিট। ছবি: সংগৃহীত।

আমেরিকার বিমান সংস্থা স্পিরিট। ছবি: সংগৃহীত।

‘অশালীন’ পোশাকে বিমানে উঠতে পারবেন না কোনও যাত্রী। শুধু তা-ই নয়, শরীরে কোনও অংশে ট্যাটু থাকলে তা দেখা গেলেও সেই যাত্রীকে বিমানে ওঠার অনুমতি দেওয়া হবে না। সম্প্রতি এমনই নির্দেশিকা জারি করেছে আমেরিকার বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স।

Advertisement

বিমানে ওঠার জন্য যাত্রীদের পোশাকবিধি সংক্রান্ত বিমান সংস্থার এই ধরনের নির্দেশিকায় সমালোচনার ঝড় উঠেছে। নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, বিমান সংস্থার নির্দেশিকায় বলা হয়েছে, শরীর দেখানো কোনও পোশাক পরে বিমানে সফর করতে পারবেন না যাত্রীরা। এমনকি, খালিপায়েও বিমানে ওঠার অনুমতি দেওয়া হবে না। আর কোন পোশাক পরলে উঠতে দেওয়া যাবে না, তা ‘নো ফ্লাই’ তালিকার মধ্যে ফেলেছে বিমান সংস্থাটি।

গত বছরের অক্টোবরে তারা কেহিড়ি নামে এক যাত্রী স্পিরিট বিমান সংস্থার বিরুদ্ধে পোশাকবিধি নিয়ে অভিযোগ তুলেছিলেন। তারার অভিযোগ ছিল, তিনি একটি ক্রপ টপ পরে বিমানে উঠেছিলেন। তখনই তাঁকে জানিয়ে দেওয়া হয়, বিমান ছেড়ে নেমে যেতে হবে। সফর করার অনুমতি দেওয়া যাবে না এই ধরনের পোশাক পরার জন্য। শুধু স্পিরিট এয়ারলাইন্সই নয়, আমেরিকা বহু বিমান সংস্থাতেও এই ধরনের পোশাকবিধি রয়েছে। স্পিরিট ছাড়াও ইউনাইটেড এয়ারলাইন্স, জেটব্লু, ডেল্টা এবং আলাস্কা এয়ারলাইন্সেও যাত্রীদের জন্য পোশাকবিধি রয়েছে।

Advertisement
আরও পড়ুন