Mohammed Siraj

আশা ভোঁসলের নাতনির সঙ্গে রেস্তরাঁয় সিরাজ, প্রেমের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন পেসার

আবার গুঞ্জন এক ভারতীয় ক্রিকেটারকে ঘিরে। সম্প্রতি আশা ভোঁসলের নাতনি জ়ানাই ভোঁসলের সঙ্গে এক রেস্তরাঁয় দেখা গিয়েছে মহম্মদ সিরাজকে। তার পরেই শুরু হয়েছে প্রেমের গুঞ্জন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১১:৩৫
cricket

রেস্তরাঁয় একসঙ্গে। জ়ানাই ভোঁসলে (বাঁ দিকে) ও মহম্মদ সিরাজ। ছবি: সমাজমাধ্যম।

মহম্মদ সিরাজ কি প্রেম করছেন? আবার গুঞ্জন শুরু হয়েছে এক ভারতীয় ক্রিকেটারকে ঘিরে। সম্প্রতি আশা ভোঁসলের নাতনি জ়ানাই ভোঁসলের সঙ্গে এক রেস্তরাঁয় দেখা গিয়েছে সিরাজকে। তার পরেই শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। অবশেষে মুখ খুলেছেন সিরাজ। মন্তব্য করেছেন জ়ানাইও।

Advertisement

জ়ানাই নিজেও গায়িকা। তাঁর ২৩তম জন্মদিনে সমাজমাধ্যমে কিছু ছবি দেন জ়ানাই। সেখানে একটি ছবিতে তাঁকে সিরাজের সঙ্গে দেখা যায়। দু’জন দু’জনের দিকে হাসিমুখে তাকিয়ে রয়েছেন। এই ছবি প্রকাশ হতেই শুরু হয় প্রেমের গুঞ্জন। তবে সেই গুঞ্জনকে শুরুতেই থামিয়ে দিয়েছেন জ়ানাই ও সিরাজ।

জ়ানাই নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে সিরাজের সঙ্গে তাঁর ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘আমার প্রিয় ভাই।’ পাল্টা সিরাজও তাঁকে বোন সম্বোধন করেন। এমনকি, তাঁর বোনকে তিনি কতটা ভালবাসেন সে কথাও লেখেন ভারতীয় পেসার। তাঁরা স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁদের সম্পর্ক ভাই-বোনের।

গত কয়েক বছর ধরে ভারতীয় ক্রিকেটে নিয়মিত সিরাজ। তিন ফরম্যাটেই খেলেছেন তিনি। কিন্তু গত বছর বল হাতে তেমন ফর্মে ছিলেন না সিরাজ। তার খেসারত দিতে হয়েছে তাঁকে। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাওস্কর সিরিজ়ে প্রথম একাদশের বাইরে বসতে হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলেও জায়গা পাননি। তবে জসপ্রীত বুমরাহের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভাবনা কম। সে ক্ষেত্রে বিকল্প হিসাবে তাঁর নাম ভাবতে পারেন নির্বাচকেরা।

Advertisement
আরও পড়ুন