গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের ভিড়। ছবি: পিটিআই।
মঙ্গলবার সকাল ৬টা ৫৮ মিনিট থেকে শুরু হবে মকর সংক্রান্তির পুণ্যস্নান। চলবে বুধবার সকাল পর্যন্ত। কিন্তু তার আগে থেকেই গঙ্গাসাগর মেলায় ভিড় করছেন পুণ্যার্থীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন মেলায়। অনেকে আবার ইতিমধ্যেই গঙ্গায় ডুবও দিয়েছেন। সংক্রান্তি তিথির ভিড় এড়াতেই তাঁরা স্নান সেরে কপিলমুণির আশ্রমে পুজো দিতে যাচ্ছেন। তবে মেলার আনন্দের মধ্যে রয়েছে বিষাদের সুর। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিন জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, রবিবার গঙ্গাসাগর মেলা থেকে ফেরার পথে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় উত্তরপ্রদেশের বাছারপুর এলাকার বাসিন্দা অবধেশ তিওয়ারি নামে ব্যক্তির। সোমবার সকালে আরও দুই পুণ্যার্থীর মৃত্যু হয়। তাঁদের মধ্যে এক জন উত্তরপ্রদেশের বাসিন্দা এবং অপর জন হরিয়ানার।
গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি তুঙ্গে। প্রশাসনের তরফে বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে ইতিমধ্যেই। ভিড় সামাল দিতে তৎপর পুলিশ-প্রশাসন। তবে অন্য বারের তুলনায় এ বার গঙ্গাসাগরে ভিড় কম হবে বলেই মনে করছেন অনেকে। কারণ, মহাকুম্ভ। তবে পুণ্যার্থীদের ভিড় এখনও পর্যন্ত যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত হচ্ছে বলে দাবি স্থানীয় প্রশাসনের। প্রশাসন জানিয়েছে, ১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ইতিমধ্যেই ৪২ লক্ষ মানুষ গঙ্গাসাগরে এসেছেন। মঙ্গলবার আরও বহু মানুষ এই মকর সংক্রান্তির স্নান উপলক্ষে মেলায় আসবেন বলেই আশাবাদী দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।
গঙ্গাসাগর মেলা চত্বরে ১৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও প্রচুর পরিমাণে সিসিটিভি ক্যামেরা যেমন বসানো হয়েছে, তেমনই মেগা কন্ট্রোল রুমের মাধ্যমে কলকাতার আউটট্রাম ঘাট থেকে গঙ্গাসাগর মেলা পর্যন্ত নজরদারি চালানো হচ্ছে।