West Bengal Panchayat Election 2023

পঞ্চায়েত ভোটে প্রতি জেলাতেই হবে মহিলা পরিচালিত ‘পিঙ্ক বুথ’, নির্দেশিকা কমিশনের

২০১৮ সালে কর্নাটকের বিধানসভা ভোটে ‘সখী বুথ’ নামে মহিলা পরিচালিত বুথ করেছিল রাজ্য নির্বাচন কমিশন। সেখানে বুথকে ‘পিঙ্ক’ (গোলাপি ) রঙের বেলুন দিয়ে সাজানো হয়েছিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জুন ২০২৩ ২৩:১৭
West Bengal State Election Commission orders Pink Booth for women in Panchayat Election 2023

এমন ‘পিঙ্ক বুথ’ হবে এ রাজ্যের পঞ্চায়েত ভোটে। ফাইল চিত্র।

গণতন্ত্রে নারী-পুরুষের সমানাধিকার। গণতান্ত্রিক অধিকার রক্ষায় নারীর পূর্ণাঙ্গ অংশগ্রহণ। এই দুই লক্ষ্য বাস্তবায়িত করতে ২০১৮ সালে পদক্ষেপ করেছিল জাতীয় নির্বাচন কমিশন। এ বার তারই অনুসারী হল রাজ্য নির্বাচন কমিশনও।

আসন্ন পঞ্চায়েত ভোটে মহিলা পরিচালিত ‘পিঙ্ক বুথ’ করার কথা ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। এ বিষয়ে শনিবার থেকেই প্রত্যেক জেলাশাসককে নির্দেশিকা পাঠানো শুরু হয়েছে। পঞ্চায়েত ভোটে এই প্রথম মহিলা পরিচালিত বুথ হবে। তবে রাজ্যে এই ধরনের মোট কতগুলি বুথ হবে তা জানায়নি কমিশন। এর আগে রাজ্যের পুরসভা ভোটে মহিলা পরিচালিত বুথ করেছিল রাজ্য নির্বাচন কমিশন।

Advertisement

প্রসঙ্গত, পাঁচ বছর আগে ২০১৮ সালে কর্নাটকের বিধানসভা ভোটে ‘সখী বুথ’ নামে মহিলা পরিচালিত বুথ করেছিল রাজ্য নির্বাচন কমিশন। সেখানে বুথকে ‘পিঙ্ক’ বা গোলাপি রঙের বেলুন দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছিল। ফটকেও ছিল ওই রঙের ব্যবহার। এমনকি, কর্মীদের পোশাকও গোলাপি রঙের ছিল। কোথাও কোথাও বুথের দেওয়ালেও ওই রং করা হয়েছিল। পরবর্তী সময়ে ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান এবং তেলঙ্গানা বিধানসভা ভোটে কয়েক হাজার ‘পিঙ্ক বুথ’ তৈরি করেছিল জাতীয় নির্বাচন কমিশন।

Advertisement
আরও পড়ুন