Waqf Bill

মোদী সরকারের সঙ্গে সংঘাতে মমতা, সংসদে আনা ওয়াকফ বিলের পাল্টা বিল আসবে বিধানসভার অধিবেশনে

বিধানসভার শীতকালীন অধিবেশনে কেন্দ্রের আনা ওয়াকফ বিলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হতে পারে বলে জল্পনা চলছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে একটি পাল্টা বিল এনে কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে চায় নবান্ন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৬:২৯
West Bengal government will table a bill regarding Waqf board in the winter session of assembly

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল ছবি।

আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন। বিধানসভার সচিবালয় সূত্রে খবর, কেন্দ্রীয় সরকার সংসদের যে ওয়াকফ বিল এনেছে, পশ্চিমবঙ্গ বিধানসভায় তার পাল্টা বিল আনার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। ওয়াকফ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের তীব্র সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল যে এর বিরোধিতা করছে দেশের সংখ্যালঘু ভোটারদের মধ্যে এই বিষয়টি প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভায় দলের মুখ্য সচেতন নাদিমুল হক ও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সম্প্রতি তাঁরা এই সংক্রান্ত বিষয় নিয়ে একটি সাংবাদিক বৈঠকও করেন।

Advertisement

বিধানসভার শীতকালীন অধিবেশনে কেন্দ্রের আনা ওয়াকফ বিলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হতে পারে বলে জল্পনা চলছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে প্রস্তাব নয়, একটি পাল্টা বিল এনে কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে চায় নবান্ন। তাই এই সংক্রান্ত বিষয় নিয়ে বিধানসভার সচিবালয় এবং রাজ্যের আইন ও পরিষদীয় দফতরের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আলোচনার নির্যাস জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকেও। যদিও এই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে ওয়াকফ সংক্রান্ত বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে, তিনি জানিয়েছিলেন, বিধানসভার কার্যবিবরণী কমিটির বৈঠকের পরেই এ বিষয়ে কিছু বলা সম্ভব। স্পিকার কিছু বলতে না চাইলেও, কেন্দ্রের ওয়াকফ বিলের পাল্টা বিল যে আনা হচ্ছে সে বিষয়ে ইতিমধ্যে সবুজ সঙ্কেত পেয়ে গিয়েছে তৃণমূলের পরিষদীয় দল। তাই তোড়জোর শুরু হয়েছে বিধানসভার সচিবালয়ে।

বিধানসভার সচিবালয় সূত্রে খবর, আগামী সোমবার শোকপ্রস্তাব পাঠ করে বিধানসভার অধিবেশন দিনের মতো মুলতুবি হবে। মঙ্গল ও বুধবার বিধানসভায় সংবিধান দিবস নিয়ে আলোচনার প্রস্তাব আনবে শাসকদল। ওই আলোচনা পর্ব শেষ হলেই ওয়াকফ সংক্রান্ত বিল আনবে রাজ্য। তৃণমূল পরিষদীয় দল সূত্রে খবর, ওয়াকফ বিলটি কোনও সংখ্যালঘু বিধায়ককে দিয়ে বিধানসভায় পেশ করানো যায় কি না সে বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। বিষয়টি বিজেপির কানেও গিয়েছে। সূত্রের খবর, ওয়াকফ সংক্রান্ত বিলের আলোচনাতে অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষের বক্তব্য তুলে ধরবেন বিজেপির বিধায়কেরা। এই বিল নিয়ে যে এ বারের বিধানসভায় শাসক-বিরোধী দলের বিধায়কদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হবে, সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

আরও পড়ুন
Advertisement