Amit Shah

Manoranjan Byapari: আলালের ঘরের দুলাল! শাহকে নৈশভোজে ডেকে তৃণমূল বিধায়কের নিশানায় সৌরভ

তৃণমূল বিধায়ক মনোরঞ্জন লিখেছেন, ‘সৌরভকে নিয়ে আমার কোনও দিন তেমন কোনও উন্মাদনা কোনও কালে ছিল না। ব‍্যাট দিয়ে ভাল বল ঠুকতে পারে।’

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ মে ২০২২ ০৯:২৯
অমিত শাহ, মনোরঞ্জন ব্যাপারী এবং সৌরভ গঙ্গোপাধ্যায়।

অমিত শাহ, মনোরঞ্জন ব্যাপারী এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইল চিত্র।

ফের ফেসবুকে বিতর্কিত পোস্ট করলেন মনোরঞ্জন ব্যাপারী। এ বার তাঁর নিশানায় সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘আলালের ঘরের দুলাল’ বলে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে খোঁচা দিয়েছেন হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক।

নেটমাধ্যমে শনিবার মনোরঞ্জন লিখেছেন, ‘সৌরভকে নিয়ে আমার কোনও দিন তেমন কোনও উন্মাদনা কোনও কালে ছিল না। আলালের ঘরের দুলাল। ব‍্যাট দিয়ে ভাল বল ঠুকতে পারে। সে নিয়ে আর যাই হোক দেশ, জাতি, মানুষের কোনও হিত-মঙ্গল হয় না। মাত্র সে কোটি কোটি টাকা কামিয়ে নিতে পারে। তাই সৌরভকে নিয়ে আমার কোনও আবেগ ছিল না।’

Advertisement

এর পরেই সৌরভের বিরুদ্ধে তাঁর উষ্মার কারণ ‘ব্যাখ্যা’ করেছেন মনোরঞ্জন। আর সেখানে এসেছে, শুক্রবার রাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির বেহালার বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নৈশভোজে আমন্ত্রণের প্রসঙ্গ। আর সেখানে সৌরভের ভক্তদের খোঁচা দিয়েছেন তিনি।

মনোরঞ্জন লিখেছেন, ‘আজকে যখন সে এক চরম বাঙালি বিদ্বেষী, বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতি বিরোধী, বাংলা ভাগের চক্রান্তকারী ব‍্যাক্তিকে আদর, আপ‍্যায়ন করে বাড়িতে নিয়ে গিয়ে ভূরিভোজ করায়— সৌরভকে নয়, যারা তাকে বাঙালির আইকন বলে ধেই ধেই নাচে, তাদের দেখে করুণা হয়।’

Advertisement
আরও পড়ুন