Mann Ki Baat

‘মন কি বাত’ নিয়ে মোদীকে তোপ অভিষেকের, ১০০-র সঙ্গে ১০০ মিলিয়ে আক্রমণ প্রধানমন্ত্রীকে

সোমবার উত্তর দিনাজপুরের করণদিঘিতে জনসংযোগ যাত্রায় অংশ নিতে গিয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক আক্রমণ শানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর কর্মসূচি ‘মন কি বাত’-কে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ মে ২০২৩ ১৫:৪৬
TMC leader Abhishek Banerjee said Prime Minister Narendra Modi could not pay for MNREGA inspite he completing 100 days of Man Ki Baat

রবিবার প্রধানমন্ত্রী ‘মন কি বাত’-এর শততম কর্মসূচি করেন। আর সোমবার সেই প্রসঙ্গ নিয়েই আক্রমণ শানালেন অভিষেক। — ফাইল চিত্র।

এ বার প্রধানমন্ত্রীর শততম ‘মন কি বাত’-এর অনুষ্ঠানে পূর্তিকে বাংলার বঞ্চনার সঙ্গে জুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তর দিনাজপুরের করণদিঘিতে জনসংযোগ যাত্রায় অংশ নিতে গিয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক আক্রমণ শানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর কর্মসূচি ‘মন কি বাত’-কে। তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী মন কি বাতের ১০০ পর্ব সম্পন্ন করতে পারেন, কিন্তু তিনি ১০০ দিনের কাজের জন্য বকেয়া তহবিল প্রদান করতে অক্ষম।’’ তাঁর আরও অভিযোগ, ‘‘মাথার উপর ছাদ, পরনে‌ বস্ত্র, পেটে রুটি জুটছে না মানুষের, আর প্রধানমন্ত্রী সারা দেশ জুড়ে করছেন মন কি বাত। ১০০তম পর্ব, ১০০তম অধ্যায়। আর ১০০ দিনের টাকা বন্ধ।’’

অভিষেক বলেন, ‘‘বাংলাই একমাত্র রাজ্য যে রাজ্য ২০২১ সালের ডিসেম্বর থেকে ১০০ দিনের কাজের জন্য কেন্দ্রের তরফে কোনও অর্থ পায়নি।’’ তিনি আরও বলেন, ‘‘২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে। শুধুমাত্র এই কারণে বিজেপিশাসিত কেন্দ্র বাংলার জন্য বরাদ্দ ১.১৫ লক্ষ কোটি টাকার কেন্দ্রীয় তহবিল আটকে রেখেছে।’’ বাংলার বিজেপি নেতৃত্বের প্রতি তাঁর কটাক্ষ, ‘‘বাংলার মানুষ ভাত-রুটি পাচ্ছেন না, ওদিকে (ওঁরা) প্রধানমন্ত্রী মন কি বাত শুনছেন৷’’

Advertisement

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বলেন, ‘‘আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। আমাদের সকল শ্রমিক বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা আগামী দিনে তাঁদের অধিকার ও দাবি বজায় রাখব। এই কারণেই আমরা জনগণকে তাঁদের নিজেদের প্রার্থী বাছাই করার অনুমতি দিয়ে উদ্যোগী হয়েছি”। তাঁর দাবি, ‘‘শ্রমিক সম্প্রদায়ের সমস্যা মোকাবিলা করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আমাদের নেত্রী আপনাদের যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা সবই রেখেছেন। তাই আমরা কী করেছি, আর আপনারা কী পেয়েছেন, তা বিচার করে ভোট দেবেন।’’

আরও পড়ুন
Advertisement