—প্রতীকী চিত্র।
ব্যারাকপুরে গুলিকাণ্ডে গ্রেফতার তিন অভিযুক্ত। ধৃতদের নাম শেখ কাউসার (আরিয়ান), কুলদীপ দাস (চুয়া) এবং দীপক বাল্মীকি। বুধবার দুপুরে ওই ঘটনার পর রাতেই তিন জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। এডিসিপি সেন্ট্রাল ইন্দ্রবোধন ঝা বলেন, ‘‘ধৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করে বৃহস্পতিবার ব্যারাকপুর নগরদায়রা আদালতে হাজির করানো হয়েছে।’’
পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে ব্যারাকপুরের পুলিশ কমিশনারের অফিসের কাছে পাইপ রোডে গুলি চলে। গুলিবিদ্ধ হন মহম্মদ ইমদাদ নামে স্থানীয় এক যুবক। গুলিচালনায় অভিযুক্ত ওই তিন যুবকই ইমদাদের পরিচিত। যুবকের ডান দিকের পাঁজরের নীচে গুলি লেগেছে।
তদন্তকারীরা জানান, দুপুরে অভিযুক্ত তিন জন মোটরবাইকে চেপে ব্যারাকপুরের চিড়িয়ামোড়ের পাইপ রোডে বিদ্যুৎ বণ্টন সংস্থার পরিত্যক্ত একটি অফিসে পৌঁছন। ইমদাদকেও সেখানে ডাকেন তাঁরা। ইমদাদ এলে তাঁর সঙ্গে কিছু ক্ষণ বচসার পরে আচমকাই কোমরে গোঁজা আগ্নেয়াস্ত্র বার করে গুলি চালান তাঁদের এক জন। গুলিবিদ্ধ হয়ে বছর সাতাশের ইমদাদ মাটিতে লুটিয়ে পড়লে পালিয়ে যান অভিযুক্তেরা।
আহত যুবকের পরিবারের লোকেরা জানিয়েছিলেন, দেওয়াল লেখা বা এমব্রয়ডরির কাজ করলেও কোনও স্থায়ী কাজ নেই ইমদাদের। টাকাপয়সা সংক্রান্ত গন্ডগোলের জেরে খুনের চেষ্টা কি না, প্রশ্ন উঠেছে তা নিয়েও।