ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে উঠছে প্রশ্ন। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
ফুটবলে আইএসএল হলে ক্রিকেটে রঞ্জি ট্রফি। আইএসএলে যেমন প্রতিটি ম্যাচে রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠছে, তেমনই রঞ্জি ট্রফিতে প্রশ্ন উঠছে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে। সম্প্রতি আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন মহারাষ্ট্রের ক্রিকেটার অঙ্কিত বাওনে। তাঁকে এক ম্যাচ নির্বাসিত করা হয়েছে। তবে পরে দেখা গিয়েছে, বাওনের প্রতিবাদ যথাযথ।
পঞ্চম রাউন্ডের ম্যাচে মহারাষ্ট্রের সঙ্গে খেলা ছিল সার্ভিসেসের। স্লিপে বাওনের ক্যাচ নেন সার্ভিসেসের শুভম রোহিলা। রিপ্লেতে দেখা গিয়েছিল বল ড্রপ খাওয়ার পর তালুবন্দি করেছেন তিনি। তবে আম্পায়ার আউট দেন। সিদ্ধান্তের প্রতিবাদ করে বাওনে মাঠেই দাঁড়িয়ে ছিলেন। কিছুতেই সাজঘরে ফিরতে চাননি। ম্যাচ বন্ধ ছিল ১৫ মিনিট। অবশেষে ম্যাচ রেফারি অমিত শর্মা এবং মহারাষ্ট্রের কোচ সুলক্ষণ কুলকার্নির মধ্যস্থতার পরে বিষয়টি তখনকার মতো মিটে গিয়েছিল।
বৃহস্পতিবার ষষ্ঠ রাউন্ড শুরু হওয়ার আগে মহারাষ্ট্রকে জানানো হয়, সেই ম্যাচে খেলতে পারবেন না বাওনে। তাঁকে এক ম্যাচ নির্বাসিত করা হয়েছে। তার পরেই বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, রিপ্লে-তে দেখা যাওয়ার পরেও কী ভাবে রাগ দেখানোয় বাওনেকে শাস্তি দেওয়া হল?
ক্ষুব্ধ বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি। সরাসরি আম্পায়ারদের মানের উন্নতির দাবি তুলেছেন তিনি। এক ওয়েবসাইটে বলেছেন, “বোর্ডের ভাবা উচিত কী ভাবে আম্পায়ারিংয়ের উন্নতি করা যায়। একটা-দুটো মরসুম নয়, বেশ কয়েক বছর ধরে এই জিনিস দেখছি। বড় ভুল তো হচ্ছেই, বাচ্চা ছেলেদের মতোও ভুল করছেন আম্পায়ারেরা।”
তিনি আরও বলেছেন, “যদি ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করা হয়, তা হলে আম্পায়ারদের ক্ষেত্রেও তাই করা উচিত। অনেক বারই দেখেছি আম্পায়ারেরা ক্রিজ়ে আসার সময় টলমল করছেন। তখন ওদের দেখে মনে হত ঘুম থেকে তুলে আনা হয়েছে। এ রকম পরিস্থিতিতে কী ভাবে ম্যাচ পরিচালনা করবেন ওঁরা?”