Gangasagar Mela

গঙ্গাসাগর মেলাকে কি হেরিটেজ স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে? মালার প্রশ্নে কী উত্তর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র?

গঙ্গাসাগর মেলাকে কেন জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন ধারাবাহিক ভাবে তুলে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি মহাকুম্ভে পদপিষ্ট হয়ে অনেকের মৃত্যুর পরেও গঙ্গাসাগর মেলার ব্যবস্থাপনার কথা তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ২১:২৪
there is any plan of Government to declare Ganga Sagar Mela as a heritage site, The Union Minister replied to TMC MP Mala Roy\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s question

(বাঁ দিকে) তৃণমূল সাংসদ মালা রায়, কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত। —ফাইল ছবি।

গঙ্গাসাগর মেলাকে কি হেরিটেজ ঘোষণা করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের? দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত লিখিত ভাবে জানিয়ে দিলেন, পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া)-এর নিয়মানুযায়ী গঙ্গাসাগরকে হেরিটেজ স্বীকৃতি দেওয়া যাবে না।

Advertisement

মালার প্রশ্ন ছিল, কোনও এলাকাকে হেরিটে়জ ঘোষণা করার নিয়ম কী? গঙ্গাসাগর মেলার এলাকাকে কি হেরিটেজ ঘোষণা করার কোনও পরিকল্পনা রয়েছে কেন্দ্রের? যাদি থাকে তা বিশদে জানানো হোক। না থাকলে তার কারণও ব্যাখ্যা করা হোক। জবাবে গজেন্দ্র জানিয়েছেন, প্রাচীন সৌধ, পুরাতাত্ত্বিক এলাকাকে হেরিটেজ ঘোষণা করা হবে কি না তার নির্দিষ্ট আইন রয়েছে পুরাতত্ত্ব সর্বেক্ষণের। স্থাপত্য এবং ঐতিহাসিক গুরুত্বের নিরিখে তা বিবেচিত হয়। গঙ্গাসাগর মেলা সেই সূচকে পড়ে না।

উল্লেখ্য, গঙ্গাসাগর মেলাকে কেন জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন ধারাবাহিক ভাবে তুলে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি মহাকুম্ভে পদপিষ্ট হয়ে অনেকের মৃত্যুর পরেও মমতা গঙ্গাসাগর মেলার ব্যবস্থাপনার কথা তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী। সেই গঙ্গাসাগর মেলাকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ মালা। কিন্তু কেন্দ্র জানিয়ে দিল, বিষয়টি নিয়মের মধ্যে নেই।

Advertisement
আরও পড়ুন