প্রতীকী ছবি।
শেষ হল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষের দু’মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পাশাপাশি, পরের বছর থেকে উচ্চ মাধ্যমিকের সিমেস্টার পদ্ধতিতেও পরীক্ষার সময় পড়ুয়াদের উপস্থিতি ‘গুগ্ল শিট’-এর মাধ্যমে নথিবদ্ধ করে রাখা হবে বলেই জানিয়েছেন সংসদ সভাপতি।
তবে এই বছর থেকেই সংসদের বিজ্ঞপ্তি ছাড়াই বেশ কিছু জেলা এই পথে হেঁটেছে। বীরভূম, উত্তর ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরের বেশ কিছু পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা ‘গুগ্ল শিট’-র মাধ্যমে নথিবদ্ধ করে রাখা হয়েছে।
চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘এই বছর পরীক্ষায় আমরা যথেষ্ট সাফল্য পেয়েছি। যার প্রধান কারণ মেটাল ডিটেক্টর। কিছু পরীক্ষার্থী মোবাইল নিয়ে প্রবেশ করলেও, এই কড়াকড়ির কারণে আমরা সংখ্যাটা গত বছরের তুলনায় অনেকটাই কমিয়ে আনতে পেরেছি।’’
সূত্রের খবর, মোটের উপর নির্বিঘ্নেই কেটেছে চলতি বছরের পরীক্ষা। গত বছর যেখানে ৪১ জন পড়ুয়ার কাছ থেকে মোবাইল ধরা পড়েছিল, এই বছর সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে আটে। যার মধ্যে চার জন ছেলে এবং চার জন মেয়ে রয়েছে। এদের মধ্যে বেশির ভাগ পড়ুয়াই অভিনব কায়দায় মোবাইল নিয়ে প্রবেশ করেছিল কেন্দ্রে। এই আট জনের পরীক্ষাই বাতিল করা হয়েছে।
মারধরের মতো কিছু বিক্ষিপ্ত ঘটনাও ঘটে। মুর্শিদাবাদের এক স্কুলে পরীক্ষার্থীরাই ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। সংসদের তরফে জানানো হয় ওই পড়ুয়াদের বিরুদ্ধে যদি সঠিক প্রমাণ পাওয়া যায় তা হলে তাঁদের সকলের পরীক্ষাই বাতিল করা হবে। এ ছাড়াও অভিযোগ, মালদহের কালিয়াচকের এক স্কুলে ভেনু সুপারভাইজ়ার সংসদের সদস্যদের মারধর করেছেন। এই ঘটনায় অভিযুক্তকে পরীক্ষা সংক্রান্ত সমস্ত কাজ থেকে বহিষ্কৃত করা হয়েছে।
পরীক্ষা চলাকালীন মুর্শিদাবাদ, কালিম্পং, বীরভূম ও কলকাতায় চার জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে তিন জন পরীক্ষার্থী এবং এক জন ভেনু সুপারভাইজ়ার ছিলেন। জানানো হয়েছে, এ বার হাসপাতাল থেকে মোট ৭৬ জন পড়ুয়া পরীক্ষা দিয়েছে।
চলতি বছর উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল ৩ মার্চ, চলল ১৮ মার্চ পর্যন্ত। ২০২৫-এ পাঁচ লক্ষ ন’হাজার জন পরীক্ষা দিয়েছে, যেখানে ২০২৪ সালে পরীক্ষা দিয়েছিল সাত লক্ষ ৯০ হাজার জন। এ বার ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ৪৫ হাজার ৫৭১ জন বেশি বলেও জানা গিয়েছে। মোট ৬২টি বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে।