Manik Bhattacharya

ইডি হেফাজতে অসুস্থ মানিক ভট্টাচার্য, রবির পর সোমেও নিয়ে যাওয়া হল হাসপাতালে

রবিবারও তাঁকে স্বাস্থ্যপরীক্ষা করাতে ইএসআই জোকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এর পর সোমবারও অসুস্থ মানিককে নিয়ে যাওয়া হচ্ছে স্বাস্থ্যপরীক্ষার জন্য।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২২ ১২:৪৭
সোমবারও অসুস্থ মানিককে নিয়ে যাওয়া হচ্ছে স্বাস্থ্যপরীক্ষার জন্য।

সোমবারও অসুস্থ মানিককে নিয়ে যাওয়া হচ্ছে স্বাস্থ্যপরীক্ষার জন্য। ফাইল চিত্র ।

ইডি হেফাজতে অসুস্থ হয়ে পড়লেন নিয়োগ-দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। অসুস্থ হয়ে পড়ার কারণে পলাশিপাড়ার বিধায়ককে ইডির তরফে ইএসআই জোকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে সূত্রের খবর। রবিবারও তাঁকে স্বাস্থ্যপরীক্ষা করাতে ইএসআই জোকায় নিয়ে যাওয়া হয়েছিল। এর পর সোমবারও অসুস্থ মানিককে নিয়ে যাওয়া হচ্ছে স্বাস্থ্যপরীক্ষার জন্য।

যদিও ইডি সূত্রে খবর, মানিকের অসুস্থতা নতুন নয়। গত কয়েক দিন ধরেই শারীরিক কিছু সমস্যার কারণে তিনি ভুগছিলেন। রবিবার তাঁর কিছু শারীরিক পরীক্ষা বাকি থাকার কারণেই তাঁকে আবারও ইএসআই জোকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে ইডি সূত্রে খবর।

Advertisement

প্রসঙ্গত, ১০ অক্টোবর সিজিও কমপ্লেক্সে রাতভর টানা জেরার পর নিয়োগ-দুর্নীতি মামলার তদন্তে অসহযোগিতার অভিযোগ এনে মানিককে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মানিকের বয়ানে ‘অসঙ্গতি’ ছিল বলেও অভিযোগ এনেছিল ইডি। মানিককে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে আদালতের তরফে তাঁকে ১৪ দিনের ইডি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।

এর পর তদন্তে নেমে একে একে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে ইডি আধিকারিকদের হাতে। মানিকের কাছ থেকে পাওয়া ডিজিটাল নথি থেকে কয়েকশো চাকরিপ্রার্থীর নামও উদ্ধার হয়। ইডির দাবি ছিল, ওই তালিকার মধ্যে ৯০ শতাংশ চাকরিপ্রার্থীই মনোনীত হয়েছেন।

তদন্তে মানিক-‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত তাপস মণ্ডলের একাধিক আস্তানায় হানা দেন ইডি আধিকারিকরা। ইডির তরফে তল্লাশি অভিযান চালানো হয় চন্দন মাইতির বাড়িতেও। এঁদের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে প্রত্যক্ষ ভাবে যুক্ত থাকার প্রমাণ মিলেছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির। এই মামলায় তাপসকে তলবও করে ইডি।

শিক্ষক নিয়োগের ‘দুর্নীতি’-কাণ্ডে উঠে আসে ধৃত মানিকের ছেলে সৌভিক ভট্টাচার্যের নামও। সৌভিকের সংস্থাতেও গত শনিবার ইডির তরফে তল্লাশি চালানো হয়।

উল্লেখযোগ্য, প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার রায় সোমবারই দেওয়ার কথা রয়েছে সুপ্রিম কোর্টের। একই সঙ্গে ইডির গ্রেফতারির বিরুদ্ধে মানিকের আবেদনও শুনবে সুপ্রিম কোর্ট।

Advertisement
আরও পড়ুন