West Bengal Weather Update

আবার বাড়তে পারে তাপমাত্রা, বলছে আলিপুর! ডিসেম্বরের মাঝে ফের ভাটা পড়ল শীতে

সোমবার ভোরে দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আর পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.১ ডিগ্রি! অর্থাৎ, ঠান্ডার নিরিখে দার্জিলিং, কালিম্পংকেও (৯ ডিগ্রি) টেক্কা দিল পুরুলিয়া।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১০:৪৫

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ডিসেম্বরের মাঝে আবার রাজ্যে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক দিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। তবে চলতি সপ্তাহে দক্ষিণের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। কোথাও ঘন কুয়াশারও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরের কয়েকটি জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে।

Advertisement

রবিবার দক্ষিণবঙ্গের তিন জেলায় শৈত্যপ্রবাহের জন্য সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস। তবে সোমবার থেকে সেই সম্ভাবনা নেই। উল্টে দক্ষিণের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস! উত্তরেও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় রাতের সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তার পর থেকে তিন-চার দিন ধরে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।

আবহাওয়া দফতর জানিয়েছে, এই ক’দিন দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলায় শনি ও রবিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি।

আলিপুরের পূর্বাভাস বলছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে চলেছে। নিম্নচাপের অভিমুখ রয়েছে তামিলনাড়ুর উপকূল এলাকার দিকে। এর প্রভাবেই তাপমাত্রা খানিক বাড়তে পারে রাজ্যে।

অন্য দিকে, সোমবার কলকাতার তাপমাত্রা রবিবারের চেয়ে বেড়েছে। রবিবার পারদ নেমেছিল ১২ ডিগ্রির ঘরে। সোমবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা রবিবারের নিরিখে বেশি। রবিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ভোরে দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আর পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.১ ডিগ্রি! ঠান্ডা নিয়ে উত্তরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গিয়েছে পশ্চিমের জেলাগুলির! ঠান্ডার নিরিখে দার্জিলিং, কালিম্পংকেও (৯ ডিগ্রি) টেক্কা দিয়ে ফেলেছে পুরুলিয়া। এ ছাড়া, রবিবার ভোরে দমদমে ১৩.৩ ডিগ্রি, ঝাড়গ্রামে ৮.০ ডিগ্রি, কল্যাণীতে ১১.০ ডিগ্রি, শ্রীনিকেতনে ১০.৬ ডিগ্রি, বর্ধমানে ১১.০ ডিগ্রি, উলুবেড়িয়ায় ১১.১ ডিগ্রি এবং বাঁকুড়ায় ১০.৮ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা ছিল।

Advertisement
আরও পড়ুন