তৃণমূলে যোগ দিতে চলেছেন বিষপানকারী শিক্ষিকারা। নিজস্ব চিত্র।
বদলির প্রতিবাদে গত অগাস্ট মাসে বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন পাঁচ শিক্ষক। তাঁরাই এ বার তৃণমূলে যোগ দিতে চলেছেন। সূত্রের খবর, আগামী ২১ নভেম্বর, রবিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের রবীন্দ্র ভবনে তৃণমূলের সভায় ‘শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ’-এর লক্ষাধিক সদস্য তৃণমূলে যোগ দিচ্ছেন। ওই সভায় হাজির থাকবেন বিধায়ক তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূলের ডায়মন্ড হারবার-যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি শুভাশিস চক্রবর্তী, বর্ষীয়ান তৃণমূল নেতা শক্তি মণ্ডল প্রমুখ।
গত ২৪ অগাস্ট সল্টলেকের বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন পাঁচ শিক্ষক, পুতুল জানা মণ্ডল, অনিমা নাগ, ছবি চাকী দাস, শিখা দাস এবং জ্যোৎস্না টুডু। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিকিৎসার পর সুস্থ হন তাঁরা। ‘শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ’-এর ব্যানারে শিক্ষকদের বদলি-সহ একাধিক দাবিতে আন্দোলন করছিলেন তাঁরা। সেই সংগঠনই এ বার তৃণমূলে বিলীন হতে চলেছে। সংগঠনের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম বলছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় আমরা আশ্বস্ত হয়েছি। তাঁরা আমাদের দাবি দাওয়া গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায় ভরসা রাখছি। এই মুহূর্তে আমাদের সামনে আরও বড় বাঁধা কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আগামী দিনে এর বিরুদ্ধে আন্দোলন জারি রাখব।’’ বিষপানকারী এক শিক্ষিকা ছবি চাকী দাস বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন। আমরা খুশি। আমাদের সংগঠন তাই তৃণমূলে মিশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’’ তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তী বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আস্থা রেখে রবিবার ‘শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ’-এর সকল পদাধিকারী ও সদস্য তৃণমূলে চলে আসছেন। মূলত কেন্দ্রীয় সরকারের শিক্ষাক্ষেত্রে গৈরিক সন্ত্রাসের বিরুদ্ধে তাঁরা লড়াই করতে চান। আগামী দিনে তৃণমূলের পতাকা ধরেই ওঁরা আন্দোলন করবেন।’’
শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে ‘শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ’। বদলির প্রতিবাদে এর আগে নবান্নের সামনে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ি কিংবা বিধানসভার সামনেও একই দাবিতে আন্দোলন করতে দেখা গিয়েছে। এমন কি মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির পিছনে আদি গঙ্গায় নেমেও প্রতিবাদ জানিয়েছিলেন তাঁরা। গত ২৪ অগাস্ট ‘শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ’-এর সদস্যরা বিক্ষোভ দেখাচ্ছিলেন সল্টলেকের বিকাশ ভবনের সামনে। পুলিশ বাঁধা দিতে এলে তাঁরা বিষ খান।
সূত্রের খবর, ১৩টি শিক্ষক সংগঠনকে এক ছাতার তলায় এনে গড়ে ওঠে ‘শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ’। রাজ্য সম্পাদক মইদুলের দাবি, গোটা রাজ্যে এক লক্ষেরও বেশি সদস্য-সমর্থক রয়েছে তাঁদের। আগামী রবিবার সকলেই তৃণমূলে যোগ দেবেন। প্রতীকি হিসেবে প্রতি জেলা থেকে ১০ জন করে শিক্ষক যোগদানের অনুষ্ঠানে হাজির হবেন।