Subrata Mukherjee

Subrata Mukherjee: অসুস্থ পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি এসএসকেএম-এ

পরিবার সূত্রে খবর, পুজোর সময় খুব একটা বিশ্রামের সুযোগ পাননি মন্ত্রী। আর তার পর থেকেই ধীরে ধীরে তাঁর শরীর খারাপ হতে শুরু করে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২১ ১১:৪৮
সুব্রত মুখোপাধ্যায়

সুব্রত মুখোপাধ্যায়

অসুস্থ রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। রবিবার সকালে শারীরিক পরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী। পরীক্ষা চলাকালীন শ্বাসকষ্টের সমস্যা ধরা পড়তেই কোনও রকম ঝুঁকি না নিয়ে তাঁকে উডবার্নের আইসিসিউ-তে ভর্তি করানো হয়।
পরিবার সূত্রে খবর, পুজোর সময় খুব একটা বিশ্রামের সুযোগ পাননি মন্ত্রী। আর তার পর থেকেই ধীরে ধীরে তাঁর শরীর খারাপ হতে শুরু করে। এমনিতেই তিনি সিওপিডি-র রোগী। রবিবার সকালে তাঁকে প্রথমে এসএসকেএম-এর কার্ডিয়োলজি বিভাগে ভর্তি করানো হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে আইসিসিইউ-তে ভর্তি করানো হয়।

Advertisement

সুব্রতর অ্যাঞ্জিয়োগ্রাফি হওয়ার কথা শোনা গেলেও পরিবারের তরফে তা নিশ্চিত করা হয়নি। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। বর্তমানে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মুখোপাধ্যায়ের তত্বাবধানে চিকিৎসাধীন। তাঁকে দেখছেন চিকিৎসক সোমনাথ কুণ্ডুও।

Advertisement
আরও পড়ুন